Unknown Benefits of Mango Leaves: Don't Throw Them Away!

Mango Leaves: ফেলবেন না, ত্বক- চুলের যত্নে কাজে লাগান আমপাতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আমের স্বাদ ছাড়া ভারতীয় গ্রীষ্ম অসম্পূর্ণ৷ সুস্বাদু এই ফলের স্বাস্থ্যগত গুণেরও শেষ নেই৷ কিন্তু আমরা অনেকেই জানি না আমপাতার উপকারিতাও অসংখ্য৷ বাংলা ছড়া ‘আমপাতা জোড়া জোড়া মারব চাবুক চলবে ঘোড়া’ থেকে পুজোপার্বণে আম্রপল্লবের মাঙ্গলিক উপস্থিতির পাশাপাশি অনেক জায়গায় আমপাতা ব্যবহার করা হয় চায়েও৷ ভিটামিন এ, বি এবং সি ভরপুর আমপাতার গুণাগুণ একাধিক৷

ত্বকের যত্ন-

ত্বকের যত্নে আমপাতার উপকারিতার শেষ নেই৷ ত্বকের উপর সূক্ষ্ম দাগ, ত্বকে বয়সের ছাপ, শুষ্কতা দূর করে এই পাতার গুণ ৷ এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ নিয়ন্ত্রণ করে ত্বকের জ্বলুনিও৷ চটজলদি উপকার পেতে আমপাতা পুড়িয়ে সেই ছাই ব্যবহার করুন পোড়ার ক্ষতে ৷ উপশম হবে দ্রুত ৷

চুলের যত্ন –

যদি আপনার চুল নিষ্প্রাণ ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে৷ বা চুলের বৃদ্ধি বিঘ্নিত হয়, তাহলে আমপাতা আপনার কাজে আসবে ৷ এই পাতায় থাকা ভিটামিন এ ভিটামিন সি আপনার চুলের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখে৷ নতুন চুল জন্মাতে সাহায্য করে৷

আরও পড়ুন: BB cream vs CC cream: জেনে নিন আপনার ত্বকের জন্য কোনটা ঠিক?

রক্তে শর্করা নিয়ন্ত্রণে

মধুমেহ রোগীদের জন্যও আমপাতা কার্যকর ঘরোয়া টোটকা৷ কারণ আমপাতার জন্য রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত থাকে৷ ফলে ডায়াবেটিসকে বশে রাখতে ব্যবহার করুন আমপাতা৷

হেঁচকি বন্ধে

অনেক সময় দেখা যায় কিছুতেই হেঁচকি বন্ধ হচ্ছে না। সেই সময়ে আমপাতার গন্ধ শোকালে সেই সমস্যা দূর হয়।

আরও পড়ুন: Manicure – Pedicure: পার্লারের খরচ বাঁচিয়ে বাড়িতে বসেই করুন ম্যানিকিওর-পেডিকিওর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest