Skin Care: Want shiny skin before Puja? Follow these 10 rules before going to bed

Skin Care: পুজোর আগে জেল্লাদার ত্বক চান? ঘুমোতে যাওয়ার আগে মেনে চলুন এই ১০ নিয়ম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সারাদিন পরিশ্রম, দুশ্চিন্তা, ধুলো-ময়লা, ঘামের কারণে ত্বক জেল্লা হারায় নিজের। তবে রাতে আপনি যখন নিশ্চিন্তে ঘুমের দেশে পাড়ি দেন, ঠিক তখনই কিছুটা বিশ্রাম পায় আপনার ত্বকও। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে নিন ত্বকের বিশেষ যত্ন। দেখবেন, সপ্তাহখানেক এই রুটিন মেনে চললেই কেমন আপনার চেহারা হয়ে উঠবে ঝকঝকে-তকতকে।

ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে ফেলুন। এই সময় প্রয়োজন হলে ক্লিনজিং ব্রাশ ব্যবহার করতে পারেন।

দ্বিতীয় ধাপ: ডবল ক্লেনজিং

যে কোনও অয়েলবেস ক্লেনজার দিয়ে আরও একবার মুখটা ধুয়ে নিন।

তৃতীয় ধাপ: এক্সফোলিয়েট

আপনার ত্বকের সঙ্গে মানানসই স্ক্রাবার দিয়ে ত্বক এক্সফোলিয়েট করে নিন। তবে এটা সপ্তাহে ২ দিন করলেইব চলবে।

চতুর্থ ধাপ: টোনার

আপনার ত্বকের সঙ্গে মানানসই টোনার মেখে সমস্ত রোমছিদ্র বন্ধ করে দিন।

পঞ্চম ধাপ: এসেন্স

হালকা কোনও স্কিন অসেন্স মাখুন যাতে ত্বক প্রয়োজনীয় আর্দ্রতা পায়। ভালো করে ম্যাসাজ করে ত্বকের সঙ্গে মিশিয়ে নিন।

ষষ্ঠ ধাপ: সিরাম

ত্বকে বাড়তি স্নিগ্ধতা আনতে ৩-৪ ফোঁটা সিরাম মুখে লাগান।

সপ্তম ধাপ: মাস্কিং

আপনার ত্বকের প্রয়োজন অনুসারে ও সমস্যা অনুসারে মাস্ক বাছুন ও তা মুখে লাগান। ১০-১৫ মিনিট পর শুকিয়ে গেলে মুখ ধুয়ে নিন। এই ধাপটিও সপ্তাহে ১-২ দিন করলেই চলবে।

অষ্টম ধাপ: আই ক্রিম

চোখের চারপাশে ফোলাভাব বা কালো ছাপ দূর করতে ব্যবহার করুন আই ক্রিম। আঙুলের ডগায় অল্প ক্রিম নিয়ে হালকা ভাবে মাসাজ করে নিন।

নবম ধাপ: ময়েশ্চারাইজার

ত্বক পরিচর্যার এই ধাপে এসে ভালো কোনও নাইট ক্রিম আপনার সারা মুখে লাগিয়ে নিন।

দশম ধাপ: ঘুম

এবারে দিন শান্তির ঘুম। এই রুটিন ঠিকঠাক মেনে চললেই দেখবেন পেয়ে গিয়েছেন ঝকঝকে ত্বক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest