Craving some Jibe Goja? Here is an easy and fun way to make your favourite sweet

Rath Yatra 2022 : বাড়িতেই বানিয়ে নিন জিবে গজা! জানুন সহজ রেসিপি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রথযাত্রা মানেই এক আলাদা নস্টালজিয়া। ছোটবেলায় বাড়ির দালানে বা উঠোনে বসে বাহারি পাতা আর ফুল দিয়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে সাজিয় তোলা আর তারপর রথের রশিতে টান আর সবশেষে খাওয়া-দাওয়া। এদিন জিলিপি, পাঁপড় ভাজা, জিবে গজা দিয়ে মিষ্টিমুখে হয় রথ। আসুন আজ এই বিশেষ দিনে জেনে নিন পুরীর বিখ্যাত জিবে গজার রেসিপি।

জিবে গজার রেসিপি :  

উপকরণ

* ময়দা – ৩০০ গ্রাম

* ঘি – ৪ টেবিল চামচ

* চিনির গুঁড়ো – স্বাদ অনুসারে

* সাদা তেল – পরিমাণ মতো

* নুন – স্বাস অনুসারে

* জল – পরিমাণ মতো

* এলাচ – ৩-৪ টি থেঁতো করা

প্রণালী

* প্রথমে ময়দর সঙ্গে সামান্য নুন ও ঘিয়ের ময়ান দিয়ে ভাল করে মেখে নিন। এমন ভাবে ময়দা মাখতে হবে যেন, মুঠোবন্দী করা যায়।

* তৈরি করা ময়দার মন্ডটি কিছুক্ষণ ঢেকে রাখুন।

* জল সমেত চালের গুঁড়ো বা ময়দা ও ঘি নিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করুন।

* ময়দার মন্ডটি তিনভাগে ভাগ করুন। প্রত্যেকটি ভাগ থেকে আবার তিনটি করে বড় রুটির মতো বেলে নিন অর্থাৎ মোট ৯ টি রুটি বানাতে হবে।

আরও পড়ুন: Holi 2022: ঠান্ডাইয়ের সঙ্গে থাক ভাঙের কুলফিও, রইল রেসিপি

* একটার ওপর আরেকটি রুটি রাখুন, মাঝে ভাল করে মিশ্রণ বিছিয়ে দিন।

* এবার রুটিগুলি চেপে চেপে মুড়ে রোল বানান। খেয়াল রাখতে হবে, যাতে ভিতরে কোনও হাওয়া না ঢোকে।

* ময়দার সেই রোলটা আধ ইঞ্চি ফাঁকা রেখে, পরপর কেটে নিন। দৈর্ঘ্য বরাবর প্রত্যেকটা ফাঁক চেপে খাজার মত বানান।

* মন্ড থেকে ছোট ছোট লেচি কেটে লম্বাটে আকারের বেলে নিয়ে কাটা চামচ দিয়ে গায়ে ফুটো ফুটো করে নিন। এভাবে বেশ কিছু গজা বেলে নেব।

* এবার কম আঁচে ডুবো তেলে প্রতিটা খাজা গাঢ় বাদামী করে আস্তে আস্তে ভেজে নিন।

*  কড়াই থেকে নামিয়ে টিস্যু পেপার দিয়ে অতিরিক্ত তেল মুছে, চিনির গুঁড়ো মিশিয়ে সরিয়ে রাখুন।

* অন্য একটা পাত্রে চিনি, এলাচ দিয়ে জল দিয়ে ফোটাতে শুরু করুন। ক্রমাগত নাড়তে হবে যাতে, নীচে লেগে না যায়। এই ভাবে রস তৈরি করে নিন।

* রসটা যখন বেশ ঘন হয়ে আসবে, তখন আঙুলের মধ্যে নিয়ে একটা তারের মতো হলে নামিয়ে ঠান্ডা করে নিন।

* সরিয়ে রাখা গজাগুলো একটু ঠান্ডা হলে চিনির রসে ফেলে কিছুক্ষণ পর তুলে নিন।

* আপনার লোভনীয় খাজা বা জিভে গজা তৈরি। বায়ূনিরোধক পাত্রে ২-৩ সপ্তাহ রেখে দেওয়া যায়।

* পরিবেশন করার সময় আপনার মন মতো পাত্রে সাজিয়ে দিন।

আরও পড়ুন: Mutton Recipe: চেনা মাংসের ঝোল একঘেয়ে? স্বাদ বদলাতে রেঁধে ফেলুন চিলি মটন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest