Ganesh Chaturthi 2022: Delicious modak recipes to make on this day

Ganesh Chaturthi 2022: গণেশের প্রিয় মোদক রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আদতে মহারাষ্ট্রের উৎসব হলেও এখন মোটামুটি দেশের সব জায়গাতেই গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) পালন করা হয়, এমনকী, আমাদের পশ্চিমবঙ্গও বাদ যায় না! হিন্দুমতে সিদ্ধিবিনায়ক গণেশ হলেন সৌভাগ্যের দেবতা। এঁর কৃপায় বুদ্ধির সঙ্গে সংসারের এবং ব্যবসার শ্রীবৃদ্ধিও ঘটে। আর বলুন তো গণেশের প্রিয় প্রসাদ কী? লাড্ডু তো বটেই, সঙ্গে রয়েছে মোদক (Modak)। আপনি সিদ্ধিদাতার পূজা করুন বা না করুন, মোদক খেতে তো আপত্তি নেই! দেখে নিন কীভাবে (recipe) তৈরি করবেন মোদক।

মোদক তৈরি করতে যে উপকরণগুলি লাগবে-
১. চালের গুঁড়ো – ১ কাপ
২. জল – দেড় কাপ
৩. ঘি – অর্ধেক চামচ
৪. নুন- এক চিমটে
৫. গুড় – ১ কাপ
৬. নারকেল কুড়োনো- ১ কাপ
৭. এলাচ- ১ চামচ
৮. পোস্ত দানা- অর্ধেক চামচ

কীভাবে তৈরি করবেন?

১. মোদক তৈরি করার আগে তার পুর তৈরি করে নেওয়া দরকার। তার জন্য প্রথমে কড়াই গরম করে তাতে ঘি দিয়ে পোস্তো দানা দিয়ে নাড়াচাড়া করতে পারেন। পোস্তো দানা মুচমুচে করে ভাজা হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
২. এবার তাতে গুড় দিন আর তার সঙ্গে নারকেল দিয়ে দিন। হালকা আঁচে নাড়াচাড়া করতে থাকুন। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। অন্ত ১০ মিনিট ধরে ভালো করে মেশাতে থাকুন। গুড়ে যেন জল না থাকে। শুকনো করে নাড়াচাড়া করতে হবে। সঠিক ভাবে  মিশে গেলে আলাদা করে রাখুন।
৩. মিশ্রনটিকে আরও মুচমুচে ও শুকনো করার জন্য চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন।
৪. এবার মোদকের খোল তৈরির জন্য একটি পাত্রে জল, ঘি, নুন এবং চালের গুঁড়ো দিয়ে মন্ড তৈরি করুন।
৫. সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে মন্ড তৈরি করুন এবং সেটি যেন মসৃন হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
৬. মন্ড থেকে ছোট ছোট টুকরো করে লেচি তৈরি করে নিন।
৭. এবার প্রতিটি লেচির মধ্যে অল্প অল্প করে আগে থেকে তৈরি করে রাখা পুর ভরে মোদকের আকার দিন।
৮. সেদ্ধ পিঠে কিংবা ইডলি তৈরি করার মতো মোদক স্টিম করে নিন। অন্তত ১৫ মিনিট রান্না করুন। ১৫ মিনিট পরে খুলে দেখে নিন মোদক সঠিকভাবে তৈরি হয়েছে কিনা।
৯. ব্যস, আপনার মোদক তৈরি।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest