Ganesh Chaturthi: How to make Modak, traditional dessert for this auspicious occasion

Ganesh Chaturthi 2021: জেনে নিন সিদ্ধিদাতার প্রিয় খাবার মোদক বানানোর সহজ রেসিপি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গণেশ ঠাকুরের পুজো দিয়েই শুরু হয় সব দেবদেবীর পুজো, তাই গণেশ চতুর্থী আসা মানে আগমন পুজোর মরশুমের। আর পুজো মানেই মিষ্টিমুখ ছাড়া তা অসম্পূর্ণ। বিভিন্ন পুজোয় মিষ্টির রকমও বিভিন্ন— সরস্বতী পুজোয় দধীকর্মা, তো লক্ষ্মীপুজোয় নারকেল নাড়ু। সদ্য গেল জন্মাষ্টমী। সেখানে আবার তালের বড়া। পুরাণ বলছে, সিদ্ধিদাতা গণেশের প্রিয় খাবার মোদক। তাঁর নামই মোদকপ্রিয়। এ বারের গণেশ চতুর্থীতে ঝট করে বানিয়ে ফেলতে পারেন মোদক। জেনে নিন কী ভাবে।

উপকরণ

চালের গুঁড়ো: ৪ কাপ

জল: ৬ কাপ

সাদা তেল: পরিমাণ মতো

নারকেল কোড়া:৪ কাপ

গুড়:২ কাপ

দুধ: সামান্য

এলাচ: এক চিমটে

জাফরন: এক চিমটে

আরও পড়ুন: রবিবারের বিকেলে আইসক্রিম খাইয়ে চমকে দিতে চান? জানুন স্পেশাল রেসিপি

প্রণালী

পুর: যে পাত্রে পুর বানাবেন সেটি গরম করে তাতে নারকেল কোড়া ও গুড় ঢেলে দিয়ে মিনিট পাঁচেক নাড়াচাড়া করুন। এবার তাতে এলাচ ও জাফরান যোগ করে ভাল করে মিশিয়ে নিন। আরও পাঁচ মিনিট পাত্রে রেখে পাক দিন। এর পর গ্যাস বন্ধ করে পুরটি সরিয়ে রাখুন।

মোদক: আর একটি পাত্র নিন। এই পাত্রে জল গরম করে রাখুন। অন্য দিকে চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিন গরম তেল যাতে আপনার মোদক খেতে মুচমুচে হয়। এবার এর মধ্যে দুধ ও গরম তেল ঢেলে মেখে নিন। মাখা হয়ে গেলে তার থেকে লেচি বানিয়ে নিন। লেচিগুলি রুটির মতো বেলে সেখান থেকে বাটি দিয়ে কেটে কেটে পরিমাণ মতো পুর দিয়ে দিন। পুরের চার পাশে আরও খানিকটা মাখা দিয়ে মুরে নিন। ছাঁকা তেলে ভেজে নিন। আপনার মোদক তৈরি।

আরও পড়ুন: এবার প্যাকেটে মিলবে খাঁটি Nolen Gur -র পাউডার, খাওয়া যাবে সারা বছর!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest