how to make delicious paratha at home

Paratha: ফ্রিজে পড়ে থাকা খাবার দিয়েই বানিয়ে ফেলুন পুর ভরা পরোটা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বাড়িতে অনেক সময়ই অল্প পরিমাণে চিকেন রয়ে যায়। এত অল্প চিকেন দিয়ে কী বানাবেন ভেবে পাচ্ছেন না তো? বানিয়ে ফেলুন চিকেন পরোটা। আলু পরোটা, মেথি পরোটা তো অনেক হল। চিকেন পরোটা বানাতে সময়ও বেশি লাগবে না। আবার মুখরোচক এই স্বাদে ভরবে পেটও। সকালের গরম গরম জলখাবার এ মুখের স্বাদ বদল করতে খাওয়া যেতে পারে সকালের গরম গরম জলখাবার এ মুখের স্বাদ বদল করতে খাওয়া যেতে পারে   দেখে নিন কী ভাবে বানাবেন চিকেন পরোটা।

উপকরণ:

পেঁয়াজ: ১টি (কুচনো)

কাঁচা লঙ্কা: ১টি

ধনেপাতা: ২ টেবিল চামচ

চিকেন: ২৫০ গ্রাম (বোনলেস)

আদারসুন বাটা: ১ চা চামচ

লাল লঙ্কাগুঁড়ো: স্বাদমতো

জিরেগুঁড়ো: / চা চামচ

ধনেগুঁড়ো: / চা চামচ

হলুদগুঁড়ো: এক চিমটে

নুন: স্বাদমতো

মরিচগুঁড়ো: / চা চামচ

দই: / কাপ

তেল: ২ টেবিল চামচ

ময়দা: ১ কাপ

আটা: ১ কাপ

নুন: / চা চামচ

জল পরিমাণ মতো

চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিন।

তারপর আদারসুন বাটা, লাল লঙ্কাগুঁড়ো, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, হলুদগুঁড়ো, মরিচগুঁড়ো, নুন ও দই মিশিয়ে আধঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

এবার প্যানে তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলি ভাজুন।

রান্না হয়ে গেলে চিকেনের টুকরোগুলি ফালিফালি করে কেটে ঠান্ডা করতে দিন।

তারপর এতে পেঁয়াজকুচি, কাঁচালঙ্কা ও ধনেপাতা মিশিয়ে নিন। চিকেন পরোটার পুর তৈরি।

এবার একটি বাটিতে আটা ও ময়দা মাখতে থাকুন। স্বাদমতো নুন ও জল দিন। ভালভাবে মাখার পর গোলাকার একটি মণ্ড তৈরি হয়ে গেলে তাতে একটু তেল মাখিয়ে মিনিটপনেরো রাখুন।

এবার মণ্ডটি থেকে সমান আকারের ছোট ছোট লেচি পাকিয়ে নিন। দুটি করে লেচি বেলে গোল দুটি পরোটার আকার দিন। এর মধ্যে একটির উপর চিকেনের পুরটি ভরে উপরে অন্য পরোটাটি দিয়ে ভাল করে মুড়ে দিন।

এবার একটি চাটুতে তেল গরম করে এই পুরভরা পরোটাটি ভাজুন। সোনালি হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

উপকরণ:

ময়দা 1 কাপ

চিনি 1 চামচ

নুন সামান্য

তেল 1/2 এর কম

জল অল্প ডো বানানোর জন্য

ডিম 2 টো

চিজ কিউব 1 টা গ্রেড করা

পেঁয়াজ 1 টা কুচি করা

প্রণালী : ৪ চা চামচ ময়ান দিয়ে ও পরিমাণ মতো জল দিয়ে ময়দা মেখে নিন। ডিমটি ভালো করে ফেটিয়ে তাতে সব কুচিয়ে নেওয়া উপকরণ দিয়ে দিন। ননু ও গোলমরিচ মিশিয়ে নিন। ওই ময়দা দিয়ে চারটি লেচি করে নিন। চাটু গরম হলে তাতে একটি পরোটা দিন। পরোটার অর্ধেকটা ওই দু টেবিল চামচ ডিমের মিশ্রণ দিন। তার উপর দু’চামচ চিজ ছড়িয়ে দিন। ওটার উপর পরোটার বাকি অর্ধেকটা দিয়ে ঢেকে দিন। ভিতরে ডিমের পুর জমতে শুরু করলে তেল ছড়িয়ে এপিট-ওপিট করে ভালো করে ভেজে নিন।

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest