National Sponge Cake Day: Make your own sponge cake at home!

National Sponge Cake Day: বাড়িতেই তৈরি করুন দোকানের মতো স্পঞ্জ কেক!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আজ ২৩ অগস্ট জাতীয় স্পঞ্জ কেক দিবস। তবে এই কেক বানানো খুবই সহজ। খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই বানানো যায়। কেমন করে বাড়িতে তৈরি করবেন এই স্পঞ্জ কেক, রইল রেসিপি। আজ রইল ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি

উপকরণ

  • ১কাপ ময়দা
  • ১কাপ চিনির গুঁড়ো
  • ৪ টেবিলচামচ কর্নফ্লাওয়ার
  • ১ চা চামচ বেকিং পাউডার
  • ৩ টি ডিম
  • ১চা চামচ ভ্যানিলা এসেন্স
  • প্রয়োজন অনুযায়ী বাটার পেপার
  • প্রয়োজন মত কেকটিন ব্রাশ করার জন্য সামান্য মাখন

পদ্ধতি

স্টেপ ১
প্রথমে চালুনিতে ময়দা, কর্নফ্লাওয়ার ও বেকিং পাউডার একত্রে ভালো করে চেলে নিতে হবে।

স্টেপ ২
অন্য একটি পাত্রে ডিম তিনটের সাদা অংশ বিটার দিয়ে ভালো করে বিট করে নিতে হবে। এটি লো স্পিডে ২-৩মিনিট পর্যন্ত করতে হবে। সাদা ভাব না আসা পর্যন্ত এই বিট করতে হবে।

আরও পড়ুন: ওজন কমাতে চান? খাদ্য তালিকায় রাখতে পারেন কাঁচকলা, জানুন এই সুস্বাদু রেসিপি

স্টেপ ৩
এর মাঝে চিনির গুঁড়ো দিয়ে অল্প অল্প করে বিট করে যেতে হবে আরও কিছুক্ষণ। একদম ক্রিমি ফোম তৈরি হবে যাবে।

স্টেপ ৪
লো স্পিডে রেখে ওই বিটার দিয়েই একে একে মিশিয়ে নিতে হবে ভ্যানিলা এসেন্স ও ডিমের কুসুম গুলো। এই রকম ভাবে ১০-১৫ সেকেন্ড ঘোরালেই হয়ে যাবে।

স্টেপ ৫
এর পর চেলে রাখা ময়দার মিশ্রণটি এবারে খুব আস্তে মিশিয়ে দিতে হবে বিট করে নেওয়া ডিমের ব্যাটারের সঙ্গে। অল্প অল্প করে ময়দা নিয়ে একদিকে ঘুরিয়ে চামচ বা হাতার সাহায্যে করতে হবে এই কাজ। কোনোভাবেই ফোম নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

স্টেপ ৬
কেকটিনের মাপে বাটার পেপার কেটে বসিয়ে দিতে হবে এর ভেতরে। এর পর অল্প বাটার ব্রাশ করে উপর দিয়ে ব্যাটার ঢেলে দিতে হবে, ট্যাপ করে নিতে হবে তিনবার।

স্টেপ ৭
180℃ প্রি-হিট আভেনে বসিয়ে দিতে হবে ২৫ মিনিটের জন্য। ৫ মিনিট থাকবে এর স্ট্যান্ডিং টাইম। (যদি না হয় দেখে নিতে হবে হয়েছে কিনা, নাহলে আরেকটু বেক করে নিতে হবে।)

স্টেপ ৮
আভেন থেকে বার করে উপর দিয়ে একটা পরিষ্কার কাপড়ে ঢেকে রাখতে হবে একে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে।

স্টেপ ৯
ঠান্ডা হলে ছুরি দিয়ে চারপাশ কেটে ডিমোল্ড করতে হবে এই ভ্যানিলা স্পঞ্জ কেক। বিকেলে গরম চায়ের সঙ্গে খেতে ভালো লাগবে।

আরও পড়ুন: Rakhi Bandhan 2021: ভোজের পর ভাইকে দিন ‘স্পেশাল’ পান শটস! রইল রেসিপি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest