Today is National Potato Day, here is a special potato puri recipe for you

Potato Day: আজ জাতীয় আলু দিবস, আপনাদের জন্য রইল স্পেশাল আলু পুরি রেসিপি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আমরা প্রায় প্রতিদিন অন্যান্য খাবারের পাশাপাশি আলু খেয়ে থাকি। আলুর রয়েছে অনেক পুষ্টিগুণ । আলুতে ভিটামিন ‘এ’, ‘বি’ ও ‘সি’ আছে। এছাড়াও আলুর খোসাতে আছে ভিটামিন ‘এ’, পটাশিয়াম, আয়রন, অ্যান্টি-অক্সাইড, ফাইবারসহ প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। সন্ধ্যায় বা সকালে জলখাবারে সুস্বাদু আলু পুরি।

জেনে নিন আলু পুরি বানানোর জন্য কি কি উপকরণ লাগবে:

সিদ্ধ করা আলু -১ কাপ, কাঁচা লঙ্কা কুচি- ১ টেবিল চামচ, ধনে পাতা কুচি- ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ, হলুদের গুঁড়ো -১ চিমটি, চটপটির মসলা – ১ চামচ, তেল – পরিমানমতো ( ভাজার জন্য)

ডো তৈরির জন্য যা যা লাগবে –
আটা -২ কাপ, নুন -স্বাদমতো, বেকিং পাউডার – চামচ, জল – পরিমাণমতো, তেল- ২টেবিল চামচ

প্রথমেই ডো তৈরির জন্য একটি বড় বাটি নিয়ে নিতে হবে। এই বাটিতে আটা, বেকিং পাউডার, স্বাদমতো নুন ও তেল দিয়ে দিতে হবে। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিন।

আরও পড়ুন: চা ভক্তদের জন্য অভিনব রেসিপি শেফ সঞ্জীব কাপুরের, তৈরি করে নিন Chai Cheesecake

এরপর ভিতরের পুর তৈরির জন্য একটি বাটিতে সিদ্ধ করে নেওয়া আলু চটকে নিতে হবে। এই চটকে নেওয়া আলুর সাথে একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো ও চাট মসলা দিয়ে একসাথে মেখে নিয়ে একটি মাখা তৈরি করে নিতে হবে।

এখন ডোটাকে সমান ভাগে ভাগ করে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। এখন একটি বল নিয়ে প্রথমে ছোট্ট একটি রুটি বেলে নিতে হবে। তারপরে এই রুটির মাঝ বরাবর তৈরি করে রাখা আলু পুর দিয়ে দিতে হবে। এখন চারপাশ থেকে রুটি নিয়ে মুখ বন্ধ করে দিয়ে আবার ছোট বল তৈরি করে নিতে হবে। এবার একটি একটি বল নিয়ে একটি বেলুনের সাহায্যে আস্তে করে বেলে পুরীর আকার দিয়ে দিতে হবে।

হয়ে গেলে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে আসলে একটি করে পুরি দিয়ে ভেজে নিতে হবে। যখন একপাশ হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখন উল্টে অন্যপাশ হালকা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পুরোপুরি ভাজা হয়ে গেলে গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন।

আরও পড়ুন: তেরঙা কুলফি বানিয়ে সেলিব্রেট করুন স্বাধীনতা দিবস, রইল রেসিপি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest