Winter Recipes: How to make joynagarer moa at home

Winter Recipes: জয়নগরের মোয়া খেতে ভালবাসেন? এ বার বানিয়ে ফেলুন বাড়িতেই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নরম শীত (Winter Recipes) গায়ে মেখে বাঙালির প্রিয় খাওয়ার জয়নগরের মোয়া (Joynagarer Moya)। পশ্চিমবাংলার (West Bengal) দক্ষিণ ২৪ পরগণা জেলার এই বিশেষ মিষ্টি অনেকের কাছেই আবেগের থেকে কম কিছু না। শহর  ও শহরতলির বিভিন্ন জায়গায় এখন বসে জয়নগরের মোয়ার স্টল। জেলা, এমনকি দেশের বাইরেও রপ্তানি হয় এই সুস্বাদু মিষ্টি। দোকানে গিয়ে মোয়া খাঁটি কি না তা যাচাই করার বদলে নলেন গুড়, কনকচূড় ধানের খই, কিশমিশ দিয়ে নিজেই বানিয়ে নিতে পারেন এই মোয়া। শুধু জানা চাই যথার্থ কৌশল। রইল প্রণালী।

উপকরণ : 

* খই (কনকচূড় হলে ভাল) – ২০০ গ্রাম
* খেজুর গুড় – ২০০ গ্রাম
*  চিনি – ২৫ গ্রাম
*  এলাচ গুঁড়ো – ১ চা চামচ
* খোয়া ক্ষীর – ১৫০ গ্ৰাম
* কাজু – ২৫ গ্ৰাম
* কিসমিস ও পেস্তা – পরিমাণ মতো
* ঘি – ২ চা চামচ

আরও পড়ুন: Muharram 2022: আশুরার দিনে মাংসের খিচুড়ি রান্না করার চল, জানুন রেসিপি

প্রণালী : 

* প্রথমে কড়াইতে হাফ কাপ খেজুর গুড়, চিনি ও দেড় কাপ জল দিয়ে ফোটাতে হবে যতক্ষণ চিট আসছে।

* এরপর একটু ঠান্ডা হলে খ‌ইটা গুড়ে ঢেলে ভাল করে মিশিয়ে নিন।

* অন্য একটা পাত্রে হাফ কাপ গুড় আর এক কাপ জল দিয়ে কম আঁচে ৫-৬ মিনিট ফুটিয়ে পাতলা রস বানিয়ে ফেলুন।

* এরপর খ‌ই এর মিশ্রণের মধ্যে গুড়ের পাতলা রসের থেকে কিছুটা ছরিয়ে ২-৩ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে খ‌ই নরম হয়ে যায়।

* এবার ওই মিশ্রণের মধ্যে ১০০ গ্রাম খোয়া ক্ষীর গুড়ো করে মিশিয়ে নিন।

* এরপর এলাচ গুড়ো আর ঘী দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন। হয়ে গেলে দু’হাত দিয়ে চেপে চেপ গোলাকার মোয়া তৈরি করুন

* গোলাকার হয়ে গেলে ওপর থেকে কাজু, কিসমিস,পেস্তা আর বাকি খোয়া ক্ষীর গ্ৰেট করে ছড়িয়ে দিন।

আরও পড়ুন: Cake Recipe: এই শীতে ওভেন ছাড়াই বানিয়ে ফেলুন গাজরের কেক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest