Balenciaga’s Distressed Sneakers Worth Rupees 1.42 Lakh Has Twitter In Splits

Sneakers: ছেঁড়াফাটা, রঙ ওঠা জুতোর দাম দেড় লক্ষ টাকা! এটাই ‘ফ্যাশন’, দাবি সংস্থার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রঙ চটে গেছে। ছিঁড়ে বেরিয়ে গেছে জুতোর শুকতলা। ছেঁড়াফাটা ঝুরঝুরে জুতোর দামই নাকি দেড় লাখের কাছাকাছি (Balenciaga Offerings)। সেই জুতোরই এমন চাহিদা যে ঝাঁপিয়ে পড়ে কিনছে সবাই। স্টকও নাকি সীমিত। আর ১০০ জোড়াই পড়ে রয়েছে।

না কোনও মজা নয়। বাস্তবেই এমন হচ্ছে। আর যেমন তেমন ব্র্যান্ড নয়। আমেরিকার জনপ্রিয় অনলাইন বুটিক ‘ব্যালেনসিয়াগা’ (Balenciaga Offerings) এমন অফার নিয়ে এসেছে। অনলাইন বুটিকের মধ্যে ‘ব্যালেনসিয়াগা’ বরাবরই ওপরের দিকে। লাক্সারি ব্র্যান্ড হিসেবে এর পরিচিতি আছে। ডিজাইন যেমন দামও তেমন। নতুন নতুন অফার নিয়ে আসে এই মার্কিন ব্র্যান্ড। তবে এবার ব্যালেনসিয়াগা চমকে দিয়েছে।

আরও পড়ুন: French Fries Perfume: গায়ে হবে আলুভাজার গন্ধ! হু হু করে বিক্রি হচ্ছে অভিনব পারফিউম

কোনও নতুন ডিজাইন নয়, তাক লাগানো স্টাইল নয়, একেবারেই ছেঁড়া, পুরনো জুতোর বিজ্ঞাপন দিয়েছে মার্কিন ব্র্যান্ড। দু’রকম স্টাইলের জুতোর অফার চলছে। হাই টপ ও ব্য়াকলেস মিউল। হাই টপের দাম ভারতীয় টাকায় ৩৮ হাজারের কাছাকাছি। তবে ব্যাকলেস মিউলের দাম আকাশছোঁয়া। অনেকটা পাম্প-এর মতোই দেখতে মিউল জুতো। সামনেটা ঢাকা, তবে পিছনের দিকটা খোলা। রোমান সাম্রাজ্যের জজ, ম্যাজিস্ট্রেটরা পরতেন। পঞ্চাশের দশকে মেরিলিন মনরো পালকের ব্যাকলেস মিউলকে খুব বিখ্যাত করে তোলেন। সুদৃশ্য রাতপোশাকের সঙ্গে একে চমৎকার মানায়। মিউল জুতোর দাম বেশি সবসময়। কিন্তু একেবারে ছেঁড়াফাটা মিউল জুতোর দাম এত তা ভাবাই যায় না। ভারতীয় টাকায় হিসেব করলে দাঁড়ায় ১ লাখ ৪৪ হাজার টাকা।

সংস্থার পক্ষ থেকে জুতোটির নাম রাখা হয়েছে ‘ফুললি ডেসট্রয়েড স্নিকার্স’ বা পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া জুতো।  কিন্তু এমন ছেঁড়া জুতো বাজারে আনার কারণ কী? ব্যালেনসিয়াগা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তাঁরা একটি বিশেষ বার্তা প্রচার করতে চাইছেন জুতোটির মাধ্যমে। ‘স্নিকার্স জাতীয় জুতো সারা জীবন পরার জন্যই তৈরি’— এই বার্তাটিই তাঁরা পৌঁছে দিতে চান গ্রাহকদের কাছে। সাদা, কালো কিংবা লাল রঙের এই জুতো মূলত তৈরি হয়েছে ক্যানভাস কাপড়ে। শুকতলা তৈরি হয়েছে রবার দিয়ে। উপাদানের বৈচিত্র ও বিশেষ রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ময়লার আবিলতা।

আরও পড়ুন: Summer Fashion: ব্রা কাটিং টপ, ফ্লোরাল লং স্কার্টে সামার ফ্যাশন গোল নুসরত জাহানের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest