Durga Puja 2021: Dress Yourself As Your Choice Like Mimi Chakraborty

Durga Puja 2021: Trending ফ্যাশন নয়, মিমির মতোই আপন খেয়ালে সাজিয়ে তুলুন নিজেকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ফ্যাশন মানেই যে ট্রেন্ড মেনে পোশাক পরতে হবে এমন নয়। ফ্যাশন হোক নিজের ইচ্ছেমতো। নিজের মনের মত করে সাজিয়ে ফেলুন নিজেকে। আপনি কেমন দেখতে রোগা নাকি মোটা এসব মাথায় বিশেষ না রাখাই ভালো। বরং মন খুলে সাজগোজ করুন। পছন্দের রঙের পোশাক পরুন। যে রং আপনার পছন্দ। এক্ষেত্রে কারোর আপত্তিকে পাত্তা না দেওয়াই শ্রেয়। সম্প্রতি অভিনেত্রী মিমি চক্রবর্তীর ইন্সটাগ্রাম ভরে উঠেছে নানারকম ছবিতে। কখনও পছন্দের হলুদ রং, কখনও কালো আবার কখনও ভারতীয় পোশাকে নানা ভাবে নিজেকে সাজিয়ে তুলেছেন তিনি। পোশাকেই যেন ধরা পড়েছে তাঁর মনের কথা। প্রতিটি পোশাকের সঙ্গে মানানসই হেয়ারস্টাইল। আর তিনি ছবির ক্যাপশনেও তা বুঝিয়ে দিয়েছেন।

উৎসবের মাস শুরু হয়েছে রাখিবন্ধন দিয়ে। আর মাত্র কয়েকদিন পরই দুর্গাপুজো। দেখে নিন কীভাবে নিজের মতো করে সাজবেন আপনিও।

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)

আরও পড়ুন: Video: ১০০ কেজির লেহেঙ্গায় বিয়ের পিঁড়িতে পাকিস্তানের কনে! ভাইরাল হল নিমেষে

মিমির পছন্দের রং হলুদ। সম্প্রতি ইন্সটাগ্রামের একটি ছবিতে নিজেই জানিয়েছেন সেই কথা। হলুদ রঙের ফুল স্লিভ টপ, চুলে হালকা কার্ল আর সামান্য টাচ আপেই তাঁর অভিব্যক্তি ফুটে উঠেছে ছবিতে।

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)


বেবি পিংক ক্রপ টপ আর ট্রাউজার্সে আকর্ষণীয় তাঁর ফ্ল্যাট অ্যাবস।

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)

নি লেন্থ স্লিট ড্রেস আর সাদা জ্যাকেটে নিজেকে সাজিয়েছেন মিমি চক্রবর্তী। কালে সাদা পার্লের বড় রং আর চোখে কালো আইলাইনার। এমন সাজে সকাল হয়ে যায় আরও বেশি স্নিগ্ধ।

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)

সাদা স্প্যাগেটি টপ, ব্যাগি জ্যাকেট ঐর মিজ লেন্থ স্লিট স্কার্টে স্যুইমিং পুলের ধারে বসে আয়েশ করছেন অভিনেত্রী। হাজারো ব্যস্ততার ভিড়ে একটু নিজের দিকেও তাকানো জরুরি।

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)

খোলা চুল, স্লিভলেস ব্লাউড আর ম্যাট পিঙ্কের শাড়িতে সেজে দারুণ খুশি অভিনেত্রী। চোখে মুখে ধরা দিচ্ছে সেই হাসির ঝলক।মেকআপে বলতে হালকা মেরুন শেডের লিপস্টিক আর চোখে কাজল। হাতে উঁকি মারছে গোল্ডেন চুড়ি।

আরও পড়ুন: Durga Puja Fashion: শরীরের ধরণ অনুযায়ী সঠিক ব্লাউজ নির্বাচন করবেন যেভাবে…

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest