Site icon The News Nest

বিয়ের অনুষ্ঠানে ফুলের গয়না পরার ইচ্ছে আছে? এইসব টিপস আপনার জন্য়েই

flower1 scaled

ফুল বরাবরই বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সেই ফুলই যদি ঠাঁই পায় গয়নায়, তা হলে তো কথাই নেই। সাধারণত গায়ে হলুদের অনুষ্ঠানে মেয়েরা হাল্কা সাজ থেকে শুরু করে হাল্কা পোশাকই বেশি পছন্দ করে। তাই গায়ে হলুদের এই হাল্কা সাজ আরও সুন্দর করে তুলতে ফুলের গয়নার জুড়ি মেলা ভার।  আপনিও আপনার বিয়েতে এই ধরনের গয়না পরতে পারেন। কিন্তু ফ্লাওয়ার জুয়েলারি (flower jewellery) বেছে নেওয়ার আগে কয়েকটা বিশেষ টিপস আপনার জন্য়…

কোন কোন অনুষ্ঠানে ফুলের গয়না (flower jewellery) পরতে পারেন

আসল ফুলের গয়না

আসল ফুলের নিজস্ব গন্ধ এবং আলাদা একটি সৌন্দর্য রয়েছে। আসল ফুলের গয়নায় বিয়ের কনেকে কিন্তু বেশি সুন্দর লাগে। এছাড়াও ফুলের গন্ধ ক্লান্তি দূর করে। সেই সঙ্গে সুবাসে মোহময় হয়ে ওঠে এই দিনটি। তাই গায়ে হলুদের অনুষ্ঠানে সোনার গয়নাকে সরিয়ে রেখে ফুলের গয়নায় সেজে উঠলে মন্দ হয় না।

ঝুটো ফুলের গয়না

অলংকার বা গয়নার একটি অংশ ফুল। সাবেক-সাজ থেকে শুরু করে বিদেশী, বা দু’টো মিশিয়ে যে কোনও সাজেই ফুলের আলাদা গুরুত্ব রয়েছে। তাই যাঁরা একটু আলাদা ভাবে সাজতে পছন্দ করেন, তাঁদের জন্য ঝুটো ফুলের সাজ একদম উপযুক্ত।

 

Exit mobile version