Site icon The News Nest

Heritage saree: রাজ্যের মুকুটে নতুন পালক! জিআই ট্যাগ পেল বঙ্গের এই তিন শাড়ি, চেনেন সেগুলি?

SAREE

রাজ্যের মুকুটে নতুন পালক। এবার জিআই ট্যাগ পেল পশ্চিমবঙ্গের কারিগরদের হাতে তৈরি টাঙ্গাইল, কোরিয়াল আর গরদের শাড়ি। গর্বিত মুখ্যমন্ত্রী অভিনন্দন জানালেন সেই শিল্পীদের, যাঁদের কুশলী হাতের সৃষ্টি এই সম্মান নিয়ে এল।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বিষয়টি ঘোষণা করেন। লেখেন, ‘নদীয়া ও পূর্ব বর্ধমানের টাঙ্গাইল, মুর্শিদাবাদ এবং বীরভূমের, কোরিয়াল ও গরদ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ও রেজিস্টার্ড রয়েছে।’ এই জন্য, সংশ্লিষ্ট বয়নশিল্পীদের প্রত্যেককে অভিনন্দন জানান তিনি। লেখেন, ‘ওঁদের জন্য আমরা গর্বিত। ওঁদের অভিনন্দন।’

এছাড়া তালিকায় রয়েছে সুন্দরবনের মধু এবং উত্তরবঙ্গের সুগন্ধি কালোনুনিয়া চালও। একসঙ্গে পাঁচ পাঁচটি জিআই ট্যাগের স্বীকৃতি পেল বাংলা। আর রাজ্যের এই তিন শাড়ির বিশেষ তকমায় খুশি মুখ্যমন্ত্রীও। বাংলার বালুচরি, স্বর্ণচুরি, মুর্শিদাবাদি সিল্ক, তসর প্রতিটি শাড়িরই আলাদা সৌন্দর্য রয়েছে। কী ভাবে চিনবেন এই তিন শাড়ি?

Exit mobile version