How To Care For Your Silk Sarees: Home Care Hacks And Cleaning Tips To Try

সিল্ক শাড়ি ভালোবাসেন, দীর্ঘদিন ভালো রাখতে যত্ন নিন এই উপায়ে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শাড়ি ভালোবাসেন না এমন নারী বাংলা কেন সমগ্র ভারতে খুঁজে পাওয়া কঠিন। যে কোনো উৎসব-অনুষ্ঠান থেকে শুরু করে পুজো-পার্বন সব ক্ষেত্রেই মহিলাদের কাছে শাড়ির চাহিদা থাকে  বিপুল। তবে শাড়ি শুধু কিনলেই হয় না, তাকে সময়ে সময়ে যত্নের ও প্রয়োজন পড়ে। নাহলে আপনার দামি শাড়িটি নষ্ট হতে খুব বেশি সময় লাগবে না। যত্নের অভাবে সময়ের সাথে সাথে ফিকে হতে থাকে সিল্কের উজ্জ্বলতা। তাই জেনে নিন কিভাবে আপনার সিল্কের শাড়ি কে ভালো রাখবেন দীর্ঘদিন।

 

  • সবসময় চেষ্টা করবেন সিল্কের শাড়ি ড্রাই ক্লিন করানোর৷ এতে ঔজ্জ্বল্য দীর্ঘদিন বজায় থাকে৷ বিশেষত এই ধরণের শাড়ি প্রথমবার কাচার সময় অবশ্যই ড্রাই ক্লিন করবেন৷
  • চেষ্টা করবেন সিল্কের শাড়ি যাতে নরম সুতির কাপড় অথবা কাগজের মোড়কে জড়িয়ে রাখার।
  • বেশি দিন সিল্কের শাড়ি একভাবে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন না৷ মাঝে মধ্যেই শাড়ির ভাঁজ খুলে তা পুনরায় ভাঁজ করুন এবং তারপর হ্যাঙ্গারে রাখুন।
  • আধভেজা অবস্থায় কখনওই সিল্ক শাড়ি তুলে রাখবেন না৷ শাড়ি সম্পূর্ণ রূপে শুকনো হওয়ার পরই ভাঁজ করুন।
  • বছরে অন্তত দু থেকে তিন বার সিল্কের শাড়ি রোদে দেবেন৷ তবে কড়া রোদে বেশিক্ষন না রাখাই ভালো, এতে শাড়ির উজ্জ্বলতা নষ্ট হয়ে যেতে পারে।
  • শাড়ি খোলার পর পরই তা আলমারিতে তুলে দেবেন না৷ কিছু ক্ষণ তাকে বাইরের বাতাসে রাখুন যাতে ঘামের দাগ থাকলে তা শুকিয়ে যায়৷
  • দীর্ঘ দিন একই অবস্থায় থাকলে সিল্ক শাড়ি অনেক সময় ভাঁজে ভাঁজে কেটে যেতে পারে৷ তাই মাঝে মাঝেই শাড়ি বার করে ভাঁজ পাল্টাবেন এবং রোদে দেবেন৷
  • বাড়িতে সিল্ক শাড়ি ইস্ত্রি করলে সব সময় আয়রনকে সিল্ক ফ্যাব্রিক মোডে দিয়ে তবেই ইস্ত্রি করবেন৷ অতিরিক্ত তাপ সিল্ক শাড়ির গুনগতমান নষ্ট করে দিতে পারে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest