Kiara Advani Looks Summer Ready With Her Green Boho Look

Kiara Advani: ব্যাকলেস টপে মন মাতালেন কিয়ারা, বিয়েবাড়িতে ফলো করুন নায়িকার স্টাইল-স্টেটমেন্ট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভুল ভুলাইয়া ২ মুক্তি পেতে চলেছে। তাঁর প্রচারে ব্যস্ত কিয়ারা আডবানি। তাঁর প্রমোশনাল স্টাইল নিয়ে ফিরে এসেছেন তিনি। বিয়ে বাড়িতে শুধুই শাড়ি-লেহেঙ্গাএসব পরে যাওয়ার কথা ভাবছেন। আর অন্য কিছু ভাবছেন না। কীরকম হয়, যদি আমরা ইন্ডো-ওয়েস্টার্ন লুক তৈরির চেষ্টা করি।

প্যাস্টেল গ্রিনে কিয়ারা

গরমকালে পরার জন্য যেসব রঙের পোশাক আপনি বেছে নিতে পারেন, তার মধ্য়ে সবুজ হল অন্য়তম সুন্দর একটি রঙ। কিয়ারাও এবার সেই রঙেই ধরা দিলেন। প্যাস্টেল সবুজ রঙের ব্রালেট পরেছেন কিয়ারা। যার ডবল স্ট্র্যাপ রয়েছে। চোলি জুড়েই রঙিন এমব্রয়ডারি কাজ করা রয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Lakshmi Lehr (@lakshmilehr)

আরও পড়ুন: Wedding Season: স্টিরিওটাইপ ভেঙে আলিয়া ভাটের মতোই সাদা শাড়িতেই নজর কাড়ুন

মূলত গোলাপি, লাল, সবুজ ও সাদা রঙের এমব্রয়ডারি কাজ করা হয়েছে। চোলির দুই দিক থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে কড়ি। প্লাঙ্গিং নেকলাইনে ক্রপ ব্লাউজটির সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে।  ব্রালেটের সঙ্গে একটি হাই-ওয়েস্ট প্যান্ট পরেছেন কিয়ারা। ফ্লেয়ারড প্যান্টটিতে একটি পকেটও যোগ করা হয়েছে। বন্ধনি প্রিন্টের গ্রিন শেডের প্যান্টটি একদম অন্যরকম লুক তৈরি করেছে। এর সঙ্গে মানানসই দোপাট্টা নিয়েছেন তিনি। অর্গ্যাঞ্জা দোপাট্টায় তাঁর লুকটি সম্পূর্ণ হয়েছে।

স্টেটমেন্ট সিল্ভার জুয়েলারি বেছে নিয়েছেন। তবে কোনও নেকপিস পরেননি তিনি। কানে স্টেটমেন্ট দুল পরেছেন কিয়ারা। দুলটিকে চাঁদবালি স্টাইলের দুল বলা যেতে পারে। তার সঙ্গে হাতে আংটি পরেছেন তিনি।

আরও পড়ুন: Sneakers: ছেঁড়াফাটা, রঙ ওঠা জুতোর দাম দেড় লক্ষ টাকা! এটাই ‘ফ্যাশন’, দাবি সংস্থার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest