Navratri Colours: How to wear the 9 colours of Navratri 2021 Bollywood style

Navratri 2022: ৯ দিন কোন রঙের কাপড় পরে পুজো করলে প্রসন্ন হবেন দেবী? দেখুন বলি নায়িকাদের স্টাইল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নবরাত্রির ৯ দিন দুর্গার স্বরূপের পুজো হয়। নব দুর্গার ৯টি স্বরূপের জন্য একটি রঙ নিশ্চিত। সেই দিনে সেই রঙের কাপড় পরে পুজো করলে বিশেষ ফল লাভ করা যায়।

 

View this post on Instagram

 

A post shared by Punit Balana (@punitbalanaofficial)

প্রতিপদ- এদিন শৈলপুত্রীর পুজো হয়। হলুদ শৈলপুত্রীর বিশেষ প্রিয়। হলুদ আনন্দের প্রতীক। এদিন হলুদ রঙের কাপড় পরে পুজো করলে সমস্ত মনোস্কামনা পূরণ হয়।

দ্বিতীয়া- এদিন ব্রহ্মচারিণীর পুজো হয়। সবুজ রঙ তাঁর অত্যন্ত প্রিয়। সবুজ রঙ নতুন সূচনা ও উন্নতির প্রতীক। সবুজ রঙের কাপড় পরে দেবীর পুজো করলে তিনি শীঘ্র প্রসন্ন হন।

 

View this post on Instagram

 

A post shared by Sonam K Ahuja (@sonamkapoor)

তৃতীয়া- এদিন চন্দ্রঘণ্টার পুজো হয়। বাদামি রঙ তাঁর অত্যন্ত প্রিয়। এই রঙ অশুভ শক্তির বিনাশের প্রতীক।

চতুর্থী- এদিন দুর্গার আর এক স্বরূপ কূষ্মাণ্ডার পুজো হয়। এদিন কমলা রঙের কাপড় পরে পুজো করলে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।

পঞ্চমী- স্কন্দমাতা পূজিত হন এদিন। সাদা রঙ স্কন্দমাতার প্রিয়। তাই এদিন সাদা রঙের বস্ত্র পরে পুজো করা উচিত।

ষষ্ঠী- লাল রঙের বস্ত্র পরে ষষ্ঠীর দিনে কাত্যায়নীর পুজো করুন। এর ফলে তিনি শীঘ্র প্রসন্ন হবেন।

 

View this post on Instagram

 

A post shared by Madhuri Dixit (@madhuridixitnene)

সপ্তমী- এদিন কালরাত্রির পূজার্চনা করা হয়। কালরাত্রিকে প্রসন্ন করার জন্য এদিন নীল রঙের কাপড় পরে পুজো করুন।

 

View this post on Instagram

 

A post shared by Yami Gautam Dhar (@yamigautam)


অষ্টমী- দুর্গার মহাগৌরী স্বরূপের পুজো হয় এদিন। গোলাপী রঙের কাপড় পরে এদিন পুজো করলে, দুর্গা তাঁদের সমস্ত মনোস্কামনা পূর্ণ করেন।

 

View this post on Instagram

 

A post shared by Ami Patel (@stylebyami)

নবমী- এদিন সিদ্ধিদাত্রী স্বরূপের পুজোয় জামনী রঙের কাপড় পরা শুভ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest