Site icon The News Nest

Navratri 2022: ৯ দিন কোন রঙের কাপড় পরে পুজো করলে প্রসন্ন হবেন দেবী? দেখুন বলি নায়িকাদের স্টাইল

navratri bollywood

নবরাত্রির ৯ দিন দুর্গার স্বরূপের পুজো হয়। নব দুর্গার ৯টি স্বরূপের জন্য একটি রঙ নিশ্চিত। সেই দিনে সেই রঙের কাপড় পরে পুজো করলে বিশেষ ফল লাভ করা যায়।

প্রতিপদ- এদিন শৈলপুত্রীর পুজো হয়। হলুদ শৈলপুত্রীর বিশেষ প্রিয়। হলুদ আনন্দের প্রতীক। এদিন হলুদ রঙের কাপড় পরে পুজো করলে সমস্ত মনোস্কামনা পূরণ হয়।

দ্বিতীয়া- এদিন ব্রহ্মচারিণীর পুজো হয়। সবুজ রঙ তাঁর অত্যন্ত প্রিয়। সবুজ রঙ নতুন সূচনা ও উন্নতির প্রতীক। সবুজ রঙের কাপড় পরে দেবীর পুজো করলে তিনি শীঘ্র প্রসন্ন হন।

তৃতীয়া- এদিন চন্দ্রঘণ্টার পুজো হয়। বাদামি রঙ তাঁর অত্যন্ত প্রিয়। এই রঙ অশুভ শক্তির বিনাশের প্রতীক।

চতুর্থী- এদিন দুর্গার আর এক স্বরূপ কূষ্মাণ্ডার পুজো হয়। এদিন কমলা রঙের কাপড় পরে পুজো করলে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।

পঞ্চমী- স্কন্দমাতা পূজিত হন এদিন। সাদা রঙ স্কন্দমাতার প্রিয়। তাই এদিন সাদা রঙের বস্ত্র পরে পুজো করা উচিত।

ষষ্ঠী- লাল রঙের বস্ত্র পরে ষষ্ঠীর দিনে কাত্যায়নীর পুজো করুন। এর ফলে তিনি শীঘ্র প্রসন্ন হবেন।

সপ্তমী- এদিন কালরাত্রির পূজার্চনা করা হয়। কালরাত্রিকে প্রসন্ন করার জন্য এদিন নীল রঙের কাপড় পরে পুজো করুন।


অষ্টমী- দুর্গার মহাগৌরী স্বরূপের পুজো হয় এদিন। গোলাপী রঙের কাপড় পরে এদিন পুজো করলে, দুর্গা তাঁদের সমস্ত মনোস্কামনা পূর্ণ করেন।

নবমী- এদিন সিদ্ধিদাত্রী স্বরূপের পুজোয় জামনী রঙের কাপড় পরা শুভ।

Exit mobile version