Sabyasachi Mukherjee shares the details ofRanbir Kapoor-Alia Bhatt’s wedding attires

Wedding Fashion: বিয়েতে আলিয়ার মতো ছিমছাম সাজতে চান? রইল সহজ কিছু টিপস

অল্প সেজেও যে নজর কেড়ে নেওয়া যায়, তা বুঝিয়ে দিলেন আলিয়া ভাট। আর তাই তো আলিয়ার ছিমছাম বিয়ের সাজ দেখে মুগ্ধ সবাই। আলিয়ার এমন ছিমছাম সাজের নেপথ্যে রয়েছেন জনপ্রিয় মেকআপ আর্টিস্ট পুনিত বি সাইনি। তবে আলিয়ার মতো আপনিও সাজতে পারেন। ভাবছেন অনেক টাকা খরচ হবে? একেবারেই নয়।

ঠিক কীভাবে সেজে ছিলেন আলিয়া? পোশাকশিল্পী বলিউডের প্রিয় সব্যসাচী মুখোপাধ্যায়ই। কিন্তু অন্য বলিউডি কনের চেয়ে আলিয়ার সাজ ছিল স্বতন্ত্র। লাল, গোলাপি, কমলার লেহঙ্গার বদলে হাতে রং করা আইভরি রঙের অরগ্যাঞ্জা শাড়ি বেছে নিয়েছিলেন তিনি। গোটাপাট্টির কারুকাজের বদলে শাড়ি এবং হাতে বোনা টিস্যু ওড়নায় ছিল সোনালি জড়ি এবং চুমকির কাজ। সেই সুতোর টানে বিয়ের প্রজাপতি ফুটে উঠেছিল আলিয়ার লেহঙ্গায়।

গয়নার ব্যাপারে আলিয়া বেছে নিয়েছিলেন ঝুমকা, চোকর, বালা এবং মাথা পট্টিকে। খুব কম মেয়েরাই মাথা পট্টি গয়না বিয়েতে ব্যবহার করেন। জানা যায় পাঞ্জাবি বিয়েতে এই গয়না নাকি মাস্ট। টিকলিকে ধরে রাখার জন্যই মূলত এই মাথা পট্টি ব্যবহার করা হয়।

 

View this post on Instagram

 

A post shared by Sabyasachi (@sabyasachiofficial)

বরমালাও ছিল অন্য রকম। বেল ফুল আর জিপসি দিয়ে তৈরি বরমালা যেমন অন্য রকম, তেমনই আলিয়ার কলিরে সোনালির বদলে ছিল রূপোলি রঙের। আলিয়ার হাতে মেহন্দিও ছিল ছিমছাম। মুখে ছিল শুধুমাত্র বেস মেকআপ। সঙ্গে গালে আর থুতনি গোলাপি ব্লাশ ব্যবহার করেছিলেন আলিয়া। বিয়ের সাজের জন্য এরকমই মেকআপ চেয়েছিলেন আলিয়া। বোঝাই যাচ্ছে বর-কনে একটু ছিমছাম অভিজাত সাজ চেয়েছিলেন বিয়ের জন্য।

আরও পড়ুন: পরনে বর্জ্য থেকে তৈরি পোশাক! ফটোশ্যুটে আগুন ঝরালেন Deepika Padukone

এবার আসা যাক, আপনি কীভাবে আলিয়ার মতো নো মেকআপ লুকেই নজর কাড়তে পারবেন?  

বিয়ের কয়েকদিন আগেই মেকআপ আর্টিস্টের সঙ্গে আপনার সাজ নিয়ে আলোচনায় বসুন। তাঁকে স্পষ্ট জানান আপনি ঠিক কী চাইছেন। স্কিন টোন অনুযায়ী, বেস মেকআপ আপনি নিজে হাতেই বেছে নিন। আর গায়ের রংকে মাথায় রেখে ব্লাশ ব্যবহার করুন।

তবে মনে রাখবেন নো মেকআপ লুকের সঙ্গে কিন্তু খুব ভারী ডিজাইনের শাড়ি বা ভারী গয়না চলে না। বেনারসির সঙ্গে তো একদমই যাবে না, নো মেকআপ লুক। সেটা মাথায় রেখেই বিয়েতে সাজতে হবে। রিসেপশনে একটু এক্সপেরিমেন্ট করতে পারেন। হালকা রেশমের শাড়ির সঙ্গে নো মেকআপ লুক চলতেই পারে বা হালকা ডিজাইনের লেহেঙ্গার সঙ্গে চলতে পারে এই লুক।

গয়নার ব্যাপারে একটু ভারী ঝুমকো পড়ুন। গলায় রাখুন একটাই বড় দেখে নেকলেস। মাথায় থাকুক টিকলি। ইচ্ছে করলে জাঙ্ক জুয়েলারিও ব্যবহার করতে পারেন। হাত না হয় ভরে যাক বালা, চুরিতে। তবে সোনার গয়নার সঙ্গে মিশিয়ে দিন জাঙ্ক জুয়েলারি।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং পৈঠানি শাড়ি, কিনে থাকলে জেনে নিন ভালো রাখার উপায়গুলো