An app promises to make you quit smoking completely in six days

ছ’দিনেই ছাড়া যাবে Smoking, প্রতিশ্রুতি অ্যাপের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ধূমপানের অভ্যাস ছাড়ার কথা ভাবা যতটা সহজ, অভ্যাস ছাড়া ততটাই কঠিন। যাঁরা নিয়মিত ধূমপান করেন, তাঁদের এমটাই বলতে শোনা যায়। কিন্তু যদি কেউ ধূমপান ছাড়তে চান, সেটা সম্ভব। তাও মাত্র ছ’দিনেই। এমন দাবি করেছে একটি অ্যাপ। অ্যাপটির বক্তব্য, এমন এক নতুন পদ্ধতিতে সেটি সাহায্য করবে, যে কোনও ধূমপায়ীই অল্প কয়েক দিনেই এই অভ্যাস ত্যাগ করতে পারবেন।

যে অ্যাপটি ধূমপান ছাড়ানোর উদ্যোগ নিয়েছে, তার নির্মাতাদের বক্তব্য, বেশির ভাগ ক্ষেত্রে ধূমপান ছাড়ানোর জন্য সংযম থেকে শুরু করে ওষুধ— এমন নানা রাস্তার কথা বলা হয়। কিন্তু কিছু দিন যেতে না যেতে ধূমপায়ীরা এই ধরনের পদ্ধতিতে ক্লান্ত হয়ে পড়েন। ফলে গোটাটা বিফলে যায়। কিন্তু তাঁরা একেবারে অন্য রকম পদ্ধতিতে ধূমপান ছাড়িয়ে দেবেন— এমনই দাবি তাঁদের।

আরও পড়ুন: ধুম জ্বর, সঙ্গে কাশি – কলকাতা আর শহরতলিতে ছড়াচ্ছে নতুন সংক্রমণ

স্ট্যানফোর্ড, আইআইটি এবং আইআইএম-এর কয়েক জন প্রান্তনী মিলে তৈরি করেছেন এই অ্যাপটি। তাঁরা জানিয়েছেন, মূলত ‘সিবিটি’ বা ‘কগনিটিভ বিহেভিয়রাল থেরাপি’র মাধ্যমে ধূমপানের অভ্যাস ছাড়ানোর কাজ করেন তাঁরা। নিজেদের ওয়েবসাইটে তাঁরা জানিয়েছেন, ‘প্রতিদিন এক থেকে দেড় ঘণ্টা এই অ্যাপে সময় কাটাতে হবে। কিছু লেখা পড়তে হবে, কয়েকটি ভিডিয়ো দেখতে হবে আর কিছুক্ষণ শরীরচর্চা করতে হবে।’ এতেই নাকি যে কোনও ধূমপায়ী ত্যাগ করে ফেলতে পারবেন ধূমপানের অভ্যাস।

মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে এই অ্যাপের মুখপাত্র জানিয়েছেন, ‘ওষুধ, তামাক ছাড়ার লজেন্সের উপর নির্ভরশীল করে নয়, ভাবনাচিন্তায় বদল এনেই ধূমপানের অভ্যাস ত্যাগ করাতে পারে এই অ্যাপ।’ অ্যাপটির পরিষেবা এখনও পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যেই পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: World Lung Cancer Day: জানুন ফুসফুসের ক্যান্সারের কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায়

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest