Develop this 'navaratna' habit to keep the body healthy and fresh

Health Tips: শরীর সুস্থ ও সতেজ রাখতে এই ‘নবরত্ন’ অভ্যাস গড়ে তুলুন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দেবষ্মিতা দত্ত

আপনারা ভাবছেন শারীরিক স্থূলতা বা রুগ্নতার জন্য দায়ী আপনি! তবে যখন নিজেকেই দায়ী করে ফেলেছেন, তখন কিছু আবশ্যক পরিবর্তন নিয়ে আসার দায়িত্বও আপনাকেই নিতে হবে। নবরত্নের মতো ৯ টি অভ্যাস নিজের মধ্যে ধারণ করতে পারলেই শারীরিক ও মানসিক নানান অসাড়তা দমন করা সম্ভব। ফলাফল দেখে হয়তো আপনি নিজেই চমকে উঠবেন।
কিছু চেতনা ও পরিবর্তনের মাধ্যমে মানসিক বেদনা, বিরক্তি, দুশ্চিন্তা, অস্থিরতা, অজ্ঞানতা, উৎসাহের অভাব, বিস্বাদ থেকে রেহাই পেতে পারেন। এই পরিবর্তন নিশ্চিত ভাবে আপনার জীবন ও জীবিকাকে সঠিক পথে পরিচালিত করবে। জীবনের অলসতা সরিয়ে নতুন যৌবন উদ্যমে নিজেকে ফিরে পাবেন আপনি।

আসুন তবে দেখা যাক নয়টি রত্ন তুল্য অভ্যেস কি কি…

  • ১ ঘন্টা – প্রতিদিন ১ ঘন্টা শরীর চর্চা করতে হবে। শরীরকে সুস্থ রাখতে এই শরীরকেই একটু ব্যস্ত রাখা প্রয়োজন।
  • ২ লিটার জল- প্রত্যহ ২ লিটার জল পান করুন। জলের মাধ্যমেই শারীরিক সজীবতা বজায় থাকে।
  • ৩ কাপ চা- চেষ্টা করবেন ৩ কাপ লিকার চা খাওয়ার। এতে হজম প্রক্রিয়া ভালো থাকে এবং শরীর-মন চাঙ্গা হয়ে ওঠে।
  • ৪ পদ- ৪ রকমের পদ দ্বারা ভোজন গ্রহণ করতে হবে। অর্থাৎ, খাবারে যেন সঠিক পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ও মৌলিক দ্রব্য থাকে।

আরও পড়ুন: Happy Hormones: মনখারাপই বহু রোগের কারণ, জানুন, মন ভালো করার ৭ উপায়

  • ৫ মিনিট- প্রতিদিন ৫ মিনিট ধ্যান করা ভালো।
  • ৬ টি গান- যেটি আপনাকে উৎসাহ দেবে ও মানসিক প্রশান্তি দেবে এমন ৬ টি গান প্রতিদিন শোনা উচিত।
  • ৭ মিনিট – হাসির কখনও সময় সীমা থাকে না। তবে প্রতিদিন অন্তত ৭ মিনিট সময় রাখুন হাসির জন্য।
  • ৮ ঘন্টা – পর্যাপ্ত ঘুমের সকলের প্রয়োজন। অন্তত ৮ ঘণ্টা করে প্রতিদিন ঘুমোতে হবে।
  • ৯ পাতা- বই আমাদের শ্রেষ্ঠ বন্ধু। মানসিক চাপ ও বিস্বাদ কমানোর জন্য প্রতিদিন অন্তত ৯ পাতা বই পড়া ভালো।

আরও পড়ুন: Juice: উপকারের চেয়ে উপকার বেশি! ফলের জুস খাবেন না একেবারেই

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest