Does the breast itch all the time? Do you know the cause of this uncomfortable situation?

স্তন কি সারাক্ষণ চুলকোয়? জানেন এই অস্বস্তিকর পরিস্থিতির কারণ?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অনেক মেয়েরই স্তন বা স্তনবৃন্ত চুলকোতে থাকে সারাক্ষণ । অন্যদের উপস্থিতিতে বা ভিড়ের মাঝে এই ধরনের পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে উঠতে পারে। তবে একটি কথা শুরুতেই বলে রাখা ভাল, সাধারণত কোনও গুরুতর শারীরিক সমস্যার কারণে কিন্তু স্তন চুলকানির উপসর্গ দেখা যায় না। তাই এই নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই।

ত্বকে একজেমা বা এক ধরণের ডার্মাটাইটিস হলে প্রদাহের কারণে র‌্যাশ, লালচে দাগ এবং চুলকানির মতো সমস্যা হতে পারে। স্তন চুলকোনো বা স্তনবৃন্ত শুকিয়ে যাওয়ার সমস্যা এই কারণেই হয়ে থাকে। রোজকার জীবনের কিছু অভ্যাসের জন্য এই পরিস্থিতি আরও গুরুতর হয়ে যেতে পারে।

আরও পড়ুন : সদ্যোজাতকে স্তন্যপান করানোর পদ্ধতি শেখাবে বঙ্গের নয়া ওয়েবসাইট

  •  সিনথেটিক বা অন্য কোনও কৃত্তিম কাপড়ের তৈরি পোশাক পরা।
  •  যে ডিটারজেন্ট দিয়ে জামাকাপড় কাচা হয়, সেটা সহ্য না হওয়া।
  • যে সুগন্ধি ব্যবহার করছেন, তা থেকে ত্বকে কোনও রকম প্রক্রিয়া হওয়া।
  • অত্যাধিক সাবানের ব্যবহার।
  •  উলের পোশাক পরা।
  •  ত্বক অত্যাধিক শুকিয়ে যাওয়া।
  •  অন্তঃসত্ত্বা অবস্থায় এই সমস্যা দেখা দিতে পারে।

যদি দেখেন, স্তনবৃন্ত থেকে কোনও রকম কালচে বা হলদেতে পুঁজ বেরোচ্ছে, বা স্তনের আকার বদলে যাচ্ছে, তা হলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন। কিন্তু সাধারণ চুলকানির ক্ষেত্রে কিছু মলম বা ওষুধ দিতে পারেন ত্বকের চিকিৎসক। সুস্থ হতে গেলে ওষুধের পাশাপাশি বিশ্রাম এবং পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া আবশ্যিক।

আরও পড়ুন : ছ’দিনেই ছাড়া যাবে Smoking, প্রতিশ্রুতি অ্যাপের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest