Health Tips: Weight Will Be Reduced In A Month, Do These 5 Things Every Morning

Health Tips: দ্রুত কমবে ওজন, সকালে উঠে মেনে চলুন এই কয়েকটা নিয়ম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিশেষজ্ঞের মতে, ওজন কমাতে যেমন সঠিক এক্সারসাইজ করা প্রয়োজন তেমনই প্রয়োজন সঠিক ডায়েট মেনে চলা। তার আগে নিজের ধারণা স্পষ্ট করুন। আজ আমরা আপনাকে ওজন কমানোর কিছু সহজ উপায় বলতে যাচ্ছি, যা চেষ্টা করে আপনি সহজেই ওজন কমাতে পারবেন, তাও এক মাসের মধ্যে।

সকালের জলখাবারে বাদাম খান

ওজন কমাতে আপনার ডায়েটে বাদাম ও পেস্তা অন্তর্ভুক্ত করা উচিত কারণ এতে অ্যামিনো অ্যাসিড রয়েছে যা পেটের চর্বি কমাতে সাহায্য করে, ব্যায়ামের আগে বাদাম খাওয়াও উপকারী।

উচ্চ ফাইবার খাওয়া

উচ্চ ফাইবার সমৃদ্ধ খাবার খেলে দীর্ঘ সময় খিদে পাবে না। অতএব, আপনার খাদ্যতালিকায় ফল ও শাকসবজি, ওটস, পুরো শস্যের রুটি, বাদামী চাল, পাস্তা, মটরশুটি, মটর এবং নানা রকমের ডাল অন্তর্ভুক্ত করা উচিত।

আরও পড়ুন: Fatigue: কাজ শেষে সারা গায়ে ব্যথা ও ক্লান্তি, কারণটা জানেন কি?

ছোট প্লেট ব্যবহার করুন

আপনি যখন খাবার খেতে বসছেন, তখন রোজকার ব্যবহৃত থালা বাটির থেকে আকারে ও পরিমাণে ছোট থালা বাটি নিন। এতে খাবার পরিমাণ কম ধরবে এটা কিন্তু আপনার ওজন ও চেহারা নিয়ন্ত্রণ করার একটি সহজ উপায়। আপনি যদি ফাইবার, প্রোটিন ইত্যাদি দিয়ে ছোট খাবারগুলি পূরণ করেন তবে আপনার খারাপ লাগবে না। একবারে বেশি পরিমাণে না খেয়ে বারেবারে অল্প পরিমাণে খান।

পর্যাপ্ত ঘুম

ঘুমের অভাব আপনার তৃপ্তি হরমোন, লেপটিনকে কমিয়ে দেয় এবং ক্ষুধার হরমোন ঘেরলিন বাড়ায়, যা ওজন বাড়াতে পারে। যখন আমরা ঘুম থেকে বঞ্চিত থাকি, তখন আমাদের নোনতা এবং মিষ্টি খাবারের তীব্র আকাঙ্ক্ষা থাকে।

আরও পড়ুন: Energy Drinks : সবসময় ক্লান্ত লাগে ? ভরপুর এনার্জি দিতে পারে এই ৪ পানীয়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest