Know about side effects of using contact lenses

Contact Lenses: কন্টাক্ট লেন্সের ৫ মারাত্মক ক্ষতিকর দিক, জেনে নিয়ে তবেই ব্যবহার করুন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কেউ চোখের সৌন্দর্য বাড়াতে ব্যবহার করেন কন্টাক্ট লেন্স; কেউ আবার চোখের সমস্যায় ব্যবহার করেন। বর্তমানে চোখে বিভিন্ন কালারের কন্টাক্ট লেন্স ব্যবহার করে থাকেন নারী-পুরুষ সবাই। যদিও নারীরা এক্ষেত্রে এগিয়ে আছেন। কনের সাজ থেকে শুরু করে ঘরোয়া সাজেও আজকাল সবাই কন্টাক্ট লেন্স পরে চোখের সৌন্দর্য বাড়াচ্ছেন। অনেক সময় কন্টাক্ট লেন্সগুলি একটানা অনেকটা সময় পর্যন্ত পরতে হয় যা  চোখে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। তাই কন্টাক্ট লেন্স  ব্যবহারের আগে জেনে নিন কন্টাক্ট লেন্স পরার ৫ টি মারাত্মক ক্ষতিকর দিক।

  • দীর্ঘদিন ধরে কন্টাক্ট লেন্স ব্যবহার চোখের জ্বালা থেকে শুরু করে চোখের সংক্রমণের মত বহু সমস্যা হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে। এ ছাড়া এটি অস্পষ্ট দৃষ্টি এবং কর্নিয়া সম্পর্কিত সমস্যার মতো অনেক মারাত্মক রোগের কারণ হয়ে উঠতে পারে।
  • দীর্ঘক্ষণ কন্টাক্ট  লেন্সের ব্যবহারের ফলে, চোখে এ্যালর্জী, অস্বস্তি এবং চোখ ফুলে লাল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যায়। অতএব,  দীর্ঘ সময়ের জন্য কন্টাক্ট  লেন্সের ব্যবহার এড়ানো উচিত। প্রয়োজনে লেন্সের পরিবর্তে চশমা ব্যবহার করুন।

আরও পড়ুন: Insomnia: প্রায় মহামারির আকার নিচ্ছে অনিদ্রা! সঙ্গে রাখুন এক কোয়া রসুন

  • গুরুতর ক্ষেত্রে, দৃষ্টিশক্তি হ্রাসও হতে পারে। কনজেক্টিভাইটিসের মত এই রোগও অত্যন্ত ছোঁয়াচে। সস্তা কন্টাক্ট লেন্সগুলি অবশ্যই এড়িয়ে চলুন।
  • কন্টাক্ট লেন্সগুলি নির্ধারিত সময়ের বেশি ব্যবহারের ফলে চোখের প্রয়োজন অনুযায়ী তরল গ্রহণ করতে অসুবিধা হয়।  চোখের পক্ষে পর্যাপ্ত অক্সিজেন পেতে অসুবিধা তৈরি করে।
  • একটানা লেন্স এর ব্যবহারের ফলে চোখে কর্নিয়ায় সাদা বা বাদামী বর্নের ফোস্কার মত ঘায়ের সৃষ্টি হয়। এটি অত্যন্ত বেদনাদায়কও হতে পারে। অনেক ক্ষেত্রে ঝাপসা দৃষ্টি এবং এমনকী অন্ধত্বও দেখা দিতে পারে।

আরও পড়ুন: Batabi Lebu or Pomelo: বাতাবিতে বাজিমাত! জানুন অনেক রোগের মহৌষধি বাতাবি লেবুর গুণাগুণ

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest