Site icon The News Nest

Tea Reheating: বারবার ফোটানো চা খাচ্ছেন? জানেন শরীরের কী ক্ষতি হচ্ছে এতে

TEA

বাঙালির রসনার অন্যতম প্রিয় পানীয় হল চা। অনেকেই যে দিনে কত কাপ চা খান তার কোনও ঠিক থাকে না।  তবে চা খেতে ভীষণ ভালো লাগলেও একটি ব্যাপার কী জানেন? চা বারবার ফুটিয়ে খাওয়া উচিত কিনা সে ব্যাপারে জানেন কি? জেনে নেওয়া যাক, বারবার চা ফুটিয়ে কী ক্ষতি হতে পারে। কী বলছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: Scented candles: সুগন্ধি মোম জ্বালিয়ে ঘর সাজান? হতে পারে ফুসফুসের বড় ক্ষতি

আরও পড়ুন: Ramadan Fasting Tips: ডায়াবেটিস রোগীরা রমজানে রোজা রাখতে যা যা মাথায় রাখবেন

 

Exit mobile version