wedding night! Husband's genitals were broken at the last moment

বিবাহবার্ষিকীর রাতে খাটভাঙা যৌনতা ! চরম মুহূর্তে ভাঙল স্বামীর গোপনাঙ্গ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দাম্পত্যের একঘেয়েমি কাটানোর জন্য সবচেয়ে প্রয়োজনীয় সঠিকভাবে বিবাহবার্ষিকী উদযাপন। গোটা বছরের অক্সিজেন সংগ্রহের দিনে একান্তে কিছুটা সময় কাটানো দরকার। কারণ, ওই প্রাণবায়ুর জোরেই তো এগিয়ে যাবে সম্পর্ক। তৃতীয় বিবাহবার্ষিকীকে ঠিক এমনই রঙিন করে তুলতে চেয়েছিলেন লন্ডনের এক দম্পতি। নানা পরিকল্পনাকে প্রায় মিথ্যে প্রমাণ করে যা ঘটল, তা যেন ভাবনারও অতীত।

লিভারপুলের বাসিন্দা ওই দম্পতি বেজায় ব্যস্ত। সারাদিন সেভাবে কথা বলারও সময় পান না দু’জনে। তাই বিবাহবার্ষিকীতে একসঙ্গে কিছুটা সময় কাটানোর পরিকল্পনা করেছিলেন। সে কারণে শহর থেকে বেশ কিছুটা দূরে একটি হোটেল বুক করেন। হোটেলে ঢুকে নিজেরাই বিবাহবার্ষিকী উদযাপন করতে শুরু করেন(sex appeal)। খাবার খান। সঙ্গে চলে দেদার মদ্যপান।

সেই সময় উদ্দাম যৌনতায় মেতে ওঠার চেষ্টা করেন তরুণীর স্বামী। তবে নেশার ঘোরে তাতে সায় দিতে পারছিলেন না তরুণী। নিজেও ঠিক যা চাইছিলেন তা পারছিলেন না। ফলে যৌন উত্তেজনাবর্ধক ভায়াগ্রা(viagra) খেয়ে ফেলেন ওই ব্যক্তি। তারপরই দম্পতি যৌন উত্তেজনায় মেতে ওঠেন। ইতিমধ্যে নিজেকে কিছুটা সামলে নেন তরুণী। তিনিও বিবাহবার্ষিকী উদযাপনে শরীরী খেলায় মেতে ওঠেন দু’জনে।

চরম মুহূর্তেই যেন ছেদ পড়ল। যৌনতার মাঝে যৌনাঙ্গে প্রবল ব্যথা অনুভব করেন তরুণ। তড়িঘড়ি দম্পতি যান হাসপাতালে। চিকিৎসকরা জানান, সঙ্গমকালে গোপনাঙ্গ ভেঙে গিয়েছে তরুণের(penile fracture)। আপাতত চিকিৎসাধীন তিনি।এমন সমস্যা প্রথম নয়। এর আগেও অনেকের হয়েছে। তবে কারও কারও ঠিক হয়ে যায় স্বাভাবিক নিয়মে (can erectile tissue heal on its own) । সাবধান থাকলে কি ব্যাপারটা অবশ্য এড়ানো যায়, প্রশ্ন করেছেন অনেকে(can erectile tissue heal on its own)।

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest