Extramarital Dating App Gleeden's 20 Per Cent Users Are From India

Extramarital Dating App: পরকীয়ায় মজে ২০ লক্ষ ভারতীয়! তথ্য দিল ‘ডেটিং’ অ্যাপ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পরকীয়ার জন্য আলাদা একটা ডেটিং অ্যাপ, শুনেছেন কখনও? আপনি না শুনলে কী হবে, যাঁরা অ্যাকাউন্ট খোলার খুলে সেই অ্যাপ থেকে দিব্যি পরকীয়া চালিয়ে যাচ্ছেন! পরিসংখ্যান বলছে, পরকীয়ার জন্য সেই বিশেষ ডেটিং অ্যাপে এখন ভারতেরই 2 মিলিয়ন বা প্রায় 20 লাখেরও বেশি ব্যবহারকারী আছেন।

বিশ্ববাজারে অনলাইন ডেটিং অ্যাপের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে,ক্রমশ বেড়ে চলেছে এই ধরনের অ্যাপ্লিকেশনের চাহিদা। কোভিডের সময় থেকে যুব প্রজন্মের মধ্যে বেড়ে চলেছে এই ধরনের অ্যাপের গ্রাহক সংখ্যা। ভারতের বুকে টিন্ডার, বাম্বলের মতো অ্যাপে বন্ধু ছাড়াও জীবনসঙ্গী খুঁজে বেড়াচ্ছে আজকের প্রজন্ম। ছোট শহর ছাড়াও শহরতলি থেকেও এই ধরনের অ্যাপে নাম নথিভুক্ত করছে বহু মানুষ।

শুধু গ্লিডেন নয়, অ্যাপ সংস্থাগুলির তরফে প্রকালিত সাম্প্রতিক তথ্য ঘাঁটলে দেখা যাবে, টিন্ডার ও বাম্বলের মতো ডেটিং সাইটগুলিও বেশ জনপ্রিয় হয়ে উঠছে দিন দিন। মূলত মনের মতো সঙ্গী খোঁজার জন্যই অ্যাপে নাম নথিভুক্ত করান বেশিরভাগ ব্যবহারকারীরা।

আরও পড়ুন: Health Tips: কন্ডোম থেকে হতে পারে মারাত্মক অ্যালার্জি, সমাধানটাও জেনে রাখুন

বিশ্বজুড়ে 10 মিলিয়ন বা এক কোটিরও বেশি ইউজার Gleeden অ্যাপটি ব্যবহার করেন। আশ্চর্যজনক বিষয়টি হল, তার মধ্যে 2 মিলিয়ন বা 20 লাখ ভারতীয় ইউজার এই অ্যাপটি ব্যবহার করেন। পরিসংখ্যান বলছে, 2022 সালের সেপ্টেম্বর মাস থেকে Gleeden পরকীয়া ডেটিং অ্যাপে ভারতীয় ব্যবহারকারীর সংখ্যা 11% বেড়েছে।

এই অ্যাপ দাবি করে, তারা মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি বিষয় নিয়ে কাজ করে— নিরাপত্তা, পরিচয় গোপন রাখা, গুণমান এবং স্বাধীনতা। আপনার এলাকা বা আপনার থেকে মাত্র কয়েক মিটার দূরত্বে থাকা প্রেমিকের সন্ধান দিতে পারে বলে আরও দাবি Gleeden অ্যাপের। শুধু তাই নয়। আরও এক কদম এগিয়ে অ্যাপটি তার সাপোর্ট পেজে লিখছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ইউজারদের সঙ্গে অত্যন্ত নিরাপদে যোগাযোগ রাখতে দেয়।

ভারতের প্রায় সমস্ত শহরের মানুষজন ফ্রান্সের এই এক্সট্রাম্যারিটাল ডেটিং অ্যাপটি ব্যবহার করেন। কোম্পানির ডেটা বলছে, দেশের টায়ার 1 শহরে Gleeden অ্যাপের 66% ব্যবহারকারী রয়েছেন। বাকি 44% ব্যবহারকারী দেশের টায়ার 2 এবং টায়ার 3 শহরে বসবাস করেন।

আরও পড়ুন: Online Dating: ডেটিং অ্যাপে ভালোবাসা খুঁজছেন, মাথায় রাখুন এই ৫ টিপস

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest