Important Sexual Positions for Satisfying Sex

Relationship Tips : যৌনমিলনের সময় ‘পজিশন’ কতটা গুরুত্বপূ্র্ণ? কারা ভাল বোঝেন জানেন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

যৌনতা নিয়ে একেক জনের একেক রকমের ফ্যান্টাসি রয়েছে। অনেকেই বিভিন্ন রকমভাবে যৌনতাকে উপভোগ করে। তবে যৌনতা নিয়ে বিভিন্ন প্রশ্ন অনেকেরই মনে ঘোরাফেরা করে।সম্প্রতি গবেষণায় উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য যেখানে দেখা গেছে, প্রেমিক কিংবা প্রেমিকা হিসেবে চিত্র সাংবাদিকরাই নাকি অনেক এগিয়ে।

সম্প্রতি গবেষণায় দেখা গেছে, যারা চিত্র সাংবাদিক হন, তাদের কাছে পজিশন একটা বড় ম্যাটার। সেই কারণেই সেক্স লাইফেও তারা ভীষণ নিখুঁত হন। যৌন মিলনের অন্তিম মুহূর্তে আপনার সঙ্গী কি চাইছে, সেটা খুব সুন্দর বুঝে যান চিত্র সাংবাদিকরা।
সঙ্গমের সময় কোন পজিশন আপনাকে আরও উত্তেজিত করে তুলবে সেই ধারণাও ভীষণই ভাল রয়েছে চিত্র সাংবাদিকদের।

আরও পড়ুন: Health Tips: ওজন কমাতে চান? যৌনতায় মেতে উঠুন প্রতিদিন

অন্যদিকে, যৌনমিলনের সময় কোন ধরনের সেক্স পজিশন পছন্দ করেন ভারতীয়রা তা এবার জানিয়ে দিল সমীক্ষা। প্রথমসারির সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেক্স সার্ভে এর তথ্য বলছে, ভারতীয়দের সবচেয়ে প্রিয় সেক্স পজিশন হল মিশনারি।

সমীক্ষায় জানা যাচ্ছে, ৪০ শতাংশ ভারতীয়দের দাবি, পুরুষরা সঙ্গীদের উপরে থাকাটা বেশি উপভোগ করছেন এবং অন্যদিকে ২২.৬ শতাংশ মহিলারা তাদের সঙ্গীর উপরে থাকলে সেই মুহূর্ত বেশি উপভোগ করছেন। ব্রিটেন ও আমেরিকায় একটি গবেষণায় এটাও প্রমাণিত হয়েছে যে ‘মিশনারি’ সমগ্র বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় সেক্স পজিশন।

তবে গত কয়েকবছরে  যৌন অবস্থান সম্পর্কে মানুষের চিন্তাধারায় একটা বড় বদল লক্ষ করা গেছে। যেমন ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত সঙ্গমে মহিলারা অন টপ পজিশন পছন্দ করতেন ১০-১৫ শতাংশ তবে সেটা বেড়ে হয়েছে ২২ শতাংশ। অন্যদিকে ২০১২ সালে সঙ্গমের সময় পুরুষরা মিশনারি পজিশন পছন্দ করতেন ৫৯ শতাংশ।  ২০১৯ সালে সেটা কম দাঁড়িয়েছে ৪০  শতাংশ।

আরও পড়ুন: কোন মেয়ের যৌন চাহিদা কেমন? উত্তর দেবে তাঁর ‘পা’!

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest