Site icon The News Nest

Kali Puja : বাজিতে হাত পুড়িয়েছেন? সামাল দিন ঘরোয়া উপায়ে

cracker

দীপাবলির আনন্দে মিশে রয়েছে আতসবাজি। বাজি পুড়িয়ে কালীপুজোয় আনন্দ উদযাপন কোনও নতুন বিষয় নয়। কিন্তু এই বাজি পোড়ানোর সঙ্গে এর ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে অবগত থাকা জরুরি। যেমন বাজির ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হয় আমাদের ফুসফুস, চোখ ইত্যাদি। পাশাপাশি বাজি পোড়াতে গিয়ে সামান্য অসচেতনতা ডেকে আনতে পারে বড় বিপদ। অসাবধানতার কারণে বাজি পোড়াতে গিয়ে শরীরে যে কোনও অংশ পুড়ে যেতে পারে। বিশেষত, শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হয়।

হাত, পায়ের সামান্য অংশ পুড়লে ঘরোয়ায় টোটকায় সামাল দেওয়া যায় ঘরেই। কিন্তু শরীরের কোনও বড় অংশ পুড়ে গেলে তৎক্ষনাত হাসপাতালে নিয়ে যেতে হবে রোগীকে। তবে ছোটখাটো পুড়ে যাওয়াতে যে কেউ চাইলে ঘরোয়া উপায়ে সামাল দিতে পারে পরিস্থিতি।

ঘরোয়া টোটকা

https://www.thenewsnest.com/lifestyle-life-kali-puja-how-to-deal-minor-burn-injuries-on-diwali/

Kali Puja: How to deal Minor Burn Injuries On Diwali

Exit mobile version