Site icon The News Nest

মহিলাদের অন্তর্বাস চুরির শখ! বাড়ি থেকে ৭০০ অন্তর্বাস-সহ ধৃত ব্যক্তি

women under garments scaled

জাপানে এক প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিশ৷ মহিলাদের অন্তর্বাস (underwear) চুরি করার অপরাধে ধরা হল সেই যুবককে৷ একটা -দুটো নয় সাতশো অন্তর্বাস পাওয়া গেল তার থেকে৷ বিভিন্ন লন্ড্রির থেকে বহু বছর ধরে চুরি করত সে৷ ৫৬ বছরের  Tetsuo Urata সম্প্রতি জাপানের ওইতা-র কয়েন অপ লন্ড্রি থেকে ৬ জোড়া প্যান্টি চুরি করেছিল৷ আর তাতেই সামনে এসেছে এই নক্কারজনক ঘটনা৷ জাপানের Abema TV তে এই ঘটনা সম্প্রচার হয়েছে৷ পুলিশ তার বাড়িতে তল্লাশি চালায়৷ ২১ বছরের এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে এই ঘটনা ঘটেছে৷

জানা গিয়েছে, শহরের বিভিন্ন লন্ড্রি ছিল তেতসুয়োর শিকারের স্থান। প্রতিদিনই বিভিন্ন লন্ড্রিতে যে সমস্ত অন্তর্বাস আসত সেই সমস্ত সাফাই করে দিতেন তিনি। ধীরে ধীরে বাড়তে থাকে অন্তর্বাস চুরির ঘটনা। অবশেষে চোরকে ধরতে তদন্তে নামতে হয় পুলিশকে। হঠাৎই একদিন ওয়টা শহরে এক লন্ড্রি থেকে অন্তর্বাস চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে চোর। তার কাছ থেকে উদ্ধার হয় ছয় জোড়া অন্তর্বাস। এরপরই বাড়িতে তল্লাশি চালাতে গেলেই চমকে ওঠে তারা একটি ঘরের মেঝেতে সাজানো রয়েছে সারি সারি মহিলাদের অন্তর্বাস। মোট ৭৩০টি অন্তর্বাস উদ্ধার করা হয়েছে তেতসুয়োর বাড়ি থেকে। কেন তিনি এমনটা করতেন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

উরাতাকে গ্রেফতার করার সে আধিকারিকদের কাছে তার অপরাধ শিকার করে নিয়েছে৷ সে জানিয়েছে তার কাছে যে অন্তর্বাসগুলি রয়েছে সেগুলি সে চুরি করেছে৷ পুলিশ উদ্ধার করা  সবরকমের অন্তবার্স  (panties and bras) দেখিয়েছে৷ পুলিশরাও অবাক এই ধরণের চুরির ধরণে হতবাক৷

জাপানে বর্তমানে বেশ কিছু সময়  ধরে একাধিক অন্তর্বাস চুরির ঘটনা সামনে এসেছে৷ এর আগে Takahiro Kubo নামে ৩০ বছরের এক জাপানি ইলেকট্রিশিয়ান ৪২৪ টি অন্তর্বাস চুরি করেছিল৷ তাতে কিশোরী মেয়েদের অন্তর্বাস ও সুইমস্যুট ছিল৷ তাকে ধরে সাউথওয়েস্টার্ন সাগা প্রিফেকচার৷

 ভারতেও অন্তর্বাস চুরির ঘটনা রয়েছে৷ উত্তরপ্রদেশের মেরঠে দুই তরুণ অন্তর্বাস চুরির অভিযোগে গ্রেফতার হয়েছিল৷ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসায় মানুষের মধ্যে অবিশ্বাস  এবং রাগ তৈরি হয়৷ এরকম ভাবে মহিলাদের অন্তর্বাস ( lingerie) চুরি  কেন হয় তা নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে৷ কোন মানসিকতা থেকে এই কাজ হয় তা নিয়ে ধোঁয়াশা রয়েছে৷ আমেরিকাতেও এভাবে অন্তর্বাস চুরির অভিযোগে গ্রেফতার হয়েছিল এক ব্যক্তি৷

 

Exit mobile version