some romantic ways to wake up your partner in morning

Relationship Tips : ঘুম থেকে উঠেই শারীরিক সম্পর্ক চাইছেন? এই ৫ উপায়ে জাগান সঙ্গীকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শীতের মরশুমে যেন যৌনমিলনের ইচ্ছা কয়েকগুন বেড়ে যায়। অন্যদিকে আবার ঠান্ডা পড়তে না পড়তেই আলস্য যেন জাকিয়ে ধরে।  তবে শীতকালেই যৌনমিলন অনেক বেশি আরামদায়ক হয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। অনেকেই আছেন শীতের সকালে শরীরকে গরম করতে যৌনমিলনে লিপ্ত হতে চাইছেন , কিন্তু কীভাবে শীতের সকালে আপনার সঙ্গীকে নিজের কাছে রাখবেন, যাতে দিনের শুরুটা রোম্যান্স দিনে শুরু হয়। রইল সহজ টিপস।

  • সকাল বেলা ঘুম থেকে উঠার পর একে অপরের কাছে পেতে চায় অনেকেই (Relationship Tips) । এর প্রথম ধাপ হল চুম্বন (Kiss)। সকালের প্রথম চুম্বনই হল শীতের কুয়াশার মতো। যা মুহূর্তের মধ্যে ভালবাসা ছড়িয়ে দেয় সারা শরীরে।
  • অনেকেই বেড টি খেতে পছন্দ করেন। সুতরাং সকালবেলা ঘুম থেকে উঠেই একসঙ্গে কফি (Coffee)কিংবা ব্রেকফাস্ট খেলেও একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটানো যায়(Relationship Tips) । এবং একসঙ্গে বসে কথা বললেও সমস্ত সমস্যাও মিটে যায় নিমেষে।

আরও পড়ুন: অবাঞ্ছিত গর্ভধারণ থেকে মুক্তি চান? তাহলে মাথায় রাখুন এই কয়টি বিষয়

  • অনেকেই আছেন সকাল সকাল স্নান করতে পছন্দ করেন। তবে শীতকালে গিজার চালিয়ে সঙ্গীকে নিয়ে একসঙ্গে স্নানটা সেরে নিতে পারেন এতে যৌনমিলনের (Relationship Tips) ইচ্ছা দ্বিগুণ বেড়ে যায়।
  • বিশেষজ্ঞদের মতে, যৌনমিলনের আগে (Relationship Tips)  সুগন্ধী চাও পান করতে পারেন। এতে শরীর যেমন উষ্ণ হবে, তেমনই আপনার উষ্ণ ঠোঁটের চুম্বনে সঙ্গীর উত্তেজনাও কয়েকগুন বাড়িয়ে দেবে।

আরও পড়ুন: Relationship Tips : যৌনমিলনের সময় ‘পজিশন’ কতটা গুরুত্বপূ্র্ণ? কারা ভাল বোঝেন জানেন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest