Site icon The News Nest

আপনি জানেন কি বিজ্ঞানের আলোয় লিঙ্গ মূলত ৭ প্রকার!

Banana Photo

লিঙ্গ নিয়ে নানা মিথ ছড়িয়ে রয়েছে। লিঙ্গের আকার। তাঁর গঠন। প্রকারভেদ নিয়ে নানা কথা ছড়িয়ে রয়েছে। আসুন দেখেনি বিজ্ঞানের আলোকে লিঙ্গ কত প্রকার এবং কী কী। তাদের ঠিক কী নাম ডাকা হয়।প্রায় ৬০০ জন পুরুষের উপর পরীক্ষার মাধ্যমে বিশ্বে পুরুষ যৌনাঙ্গ বা পেনিসের ধরন নিয়ে গবেষণা করেছে ব্রিটেনের সংস্থা iMEDicare LTD।

আরও পড়ুন : Side Effects of Viagra: ভায়াগ্রা সেবন করছেন প্রতিদিন! নিজের কী সর্বনাশ করছেন জানেন?

পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে সাত ধরনের পুরুষ যৌনাঙ্গ বা পেনিসের অস্তিত্বের কথা জানিয়েছে ওই সংস্থা। iMEDicare LTD-র ম্যানেজিং ডিরেক্টর ড্যারেন ব্রিন জানান, ‘মূলত সাত আকৃতির পেনিস রয়েছে।’ কমপক্ষে ৪০০ থেকে ৬০০ জন পুরুষের পেনিস পরীক্ষা করার পরই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

জেনে নিন রিপোর্টে উল্লেখ্য লিঙ্গের আকার ও নাম কী কী?

উপরের নামগুলি iMEDicare LTD-এর রিপোর্ট থেকে নেওয়া। কোনও ক্ষেত্রেই নাম পরিবর্তন করা হয়নি।

আরও পড়ুন : জানেন কি প্রিয়জনকে ভুলেও যে ৭ কথা বলা উচিত নয়?

 

Exit mobile version