Varun Dhawan believes ashwagandha improves sex life ‘100 per cent’

Ashwagandha: যৌনজীবন সতেজ রাখতে বরুণ ধাওয়ান ভরসা করেন অশ্বগন্ধার উপর, ট্রাই করতে পারেন আপনিও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সম্প্রতি করণ জোহরের(karan johar) ‘কফি উফথ করণ’-এর সিজন ৭এ এসে আসর জমিয়েছেন বরুণ ধাওয়ান (Varun Dhawan)! ।এই এপিসোডে ‘সেক্স গুরু’ হয়ে উঠতে দেখা গেল বরুণকে। বৃহস্পতিবার সম্প্রচার হওয়ার কথা ‘কফি উইথ করণ’-এর এই এপিসোড।

‘কফি উফথ করণ'(Koffee With Karan)-এর একটি পর্বে সম্প্রতি আড্ডা দিতে এসেছিলেন বরুণ(Varun Dhawan) এবং অনিল কাপুর(Anil Kapoor)। সেখানে ফোনে দর্শকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। এক জন তাঁকে প্রশ্ন করেন, যৌনজীবন কী ভাবে আরও উন্নত করা যায়? এক ব্যাক্তি বরুণকে জিগ্গেস করেন, বিবাহিত জীবন কীভাবে আরও রসালো করে তোলা যায়? সেই প্রশ্ন কর্তাকে বরুণ পাল্টা প্রশ্ন করেন নিয়মিত যৌনতায় লিপ্ত হন? এক্ষেত্রে বরুণ অবশ্য সেক্স বলে ইন্টারকোর্স শব্দটি ব্যবহার করেন। পরে বরুণ সেই প্রশ্নকর্তাকে উপদেশ দেন, যৌন জীবন আরও মজাদার করে তুলতে অশ্বগন্ধা খান।

আরও পড়ুন: NFHS Report: ভারতীয় মহিলাদের যৌনজীবন কেমন? সরকারি রিপোর্টে বিস্ফোরক তথ্য

এখানেই শেষ নয় বরুণের উপদেশ, বিবাহিত জীবন সুন্দর করে তুলতে হবে বিছানায় ভালো পারফর্ম করতে হবে। প্রশ্ন কর্তাকে বরুণ বলে বসেন, ‘করণের মতো পোশাক পরে বউয়ের সঙ্গে কফি উইথ করণ খেলতে পারেন। বউকে প্রশ্ন করুন মিশনারি, ডগি নাকি হেলিকপ্টর যৌনতায় কোন স্টাইল তাঁর পছন্দ?’ পরে বরুণ যোগ করেন, ‘আমি কিন্তু মোটেও মজা করছি না, সিরিয়াসলি কথাগুলি বলছি।’

আয়ুর্বেদে অশ্বগন্ধার(Ashwagandha) গুরুত্ব অপরিসীম। ‘অশ্ব’ অর্থাৎ ঘোড়া এবং ‘গন্ধা’ অর্থাৎ গন্ধ। বলা হয়, অশ্বগন্ধা তেজী ঘোড়ার মতো জীবনীশক্তি বহন করে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জৈব উদ্দীপক পদার্থ থাকে অশ্বগন্ধার মধ্যে। এটি ব্যক্তির ক্লান্তি দূর করে। শক্তি বাড়ায়। অশ্বগন্ধা (Ashwagandha) শুক্রাণুর (Sperm) পরিমাণও বৃদ্ধি করে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: Dates : যৌনক্ষমতা বাড়াতে, বন্ধ্যাত্ব দূর করতে পুরুষরা ভরসা রাখুন ‘ওয়ান্ডার ফ্রুট’ খেজুরে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest