Site icon The News Nest

অবাঞ্ছিত গর্ভধারণ থেকে মুক্তি চান? তাহলে মাথায় রাখুন এই কয়টি বিষয়

pregnancy test woman frustrated pregnant results

অবাঞ্ছিত গর্ভধারণের সমস্যা নিয়ে কম বেশি প্রত্যেকেই চিন্তায় ভোগেন। অনেকেই থাকেন যাঁরা সঙ্গমের সময় কন্ডোম ব্যবহার করেন না। এক্ষেত্রে অবাধ মিলনের পর অনেকেই গর্ভনিরোধক বড়ি বা কন্ট্রাসেপটিভ পিল খান। তবে এই পিল খেয়ে কিন্তু ঘটে যেতে পারে চরম বিপদ৷ যার পরিণতি কখনও মৃত্যু বা পরবর্তী সময় সন্তানধারণে সমস্যা৷ এক্ষেত্রে বিবাহিত হোক কিংবা অবিবাহিত– আনওয়ান্টেড প্রেগন্যান্সির মোকাবিলায় হাঁটবেন কোন পথে ? চলুন আজ আলোচনা করা যাক এই বিষয়টি নিয়ে।

অবাঞ্ছিত গর্ভাবস্থার কারণ সমূহ

অপরিকল্পিত গর্ভাবস্থায়দম্পতিরা স্বভাবতই প্রস্তুত থাকেন না তাদের পরিবার পরিকল্পনা বিকাশের ক্ষেত্রে,তাই এই ধরণের খবরে তারা বেশিরভাগ সময়েই আঘাত পানঅবাঞ্ছিত গর্ভাবস্থা উদ্দীপনার মুহূর্ত‘- এর ফল হতে পারেগর্ভনিরোধকের ভুল ব্যবহারের জন্য অথবা ধর্ষণের ন্যায় কোন আঘাতজনিত কারণে হয়ে থাকতে পারেচলুন এরকমই কিছু কারণ এর বিস্তারিত আলোচনা করা যাক

অবাঞ্ছিত গর্ভাবস্থার প্রাথমিক একটি কারণ হল গর্ভনিরোধক ব্যবহারের ব্যার্থতাপরিসংখ্যান অনুযায়ী দেখা যায় যে,প্রায় 53% মহিলার অবাঞ্ছিত গর্ভাবস্থা ঘটে যারা গর্ভনিরোধক ব্যবহার করেনতরুণী কিম্বা বয়স্ক যেকোন বয়সের মহিলাদের ক্ষেত্রে এটি একটি সাধারণ কারণ

কীভাবে অপ্রত্যাশিত গর্ভধারণ এড়িয়ে চলবেন?

আমরা প্রত্যকেই অপ্রীতিকর চমকগুলি যা আমাদের স্বভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায় সেটাকে ঘৃণা করি। অপ্রত্যাশিত গর্ভধারণ এই তালিকার সবথেকে উপরের দিকে স্থান পাবে তা বলাই বাহুল্য। আপনি যদি এই অপ্রত্যাশিত গর্ভধারণের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে নিচের সতর্কতাগুলো মেনে চলুন।

Exit mobile version