বেশ কিছু বছর বিবাহিত সম্পর্কে আবদ্ধ থাকার পর যৌনতার বিষয়টা অনেকটাই একঘেয়ে আর রুটিনমাফিক হয়ে যায়। কিন্তু আপনি যদি ক্রিয়েটিভ হন, বিছানায় নিত্যনতুন এক্সপেরিমেন্ট করতে পিছপা না হন, তা হলে বহু বছর কাটিয়েও আপনার দাম্পত্য থাকতে পারে চিরনবীন।
আপনাদের শারীরিক আকর্ষণ যাতে সময়ের দূরত্ব পেরিয়েও অটুট থাকে, তার জন্য কিছু টিপস দিলাম আমরা। মেনে চললে দাম্পত্যজীবনে উষ্ণতার ঘাটতি হবে না কখনও!
1. পার্টনারকে স্পর্শ করুন। টিভি দেখার সময় ওঁর হাতে হাত রাখুন, বা খাওয়ার সময় পায়ে পা ঠেকান। শারীরিক আকর্ষণ জোরদার হবে।
2. পার্টনারকে স্পর্শ করলে আপনার নিজের ফিল-গুড হরমোনগুলো সক্রিয় হবে, ফলে আপনারা পরস্পরের আরও কাছাকাছি আসতে পারবেন।
3. দাম্পত্যজীবনে পরস্পরের বন্ধু হয়ে ওঠার উপর প্রায়ই জোর দেওয়া হয়। কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধুত্ব বেশি হয়ে গেলে তার প্রভাব পড়ে যৌনজীবনের উপর। তাই বন্ধুত্বের সম্পর্ক রাখুন, কিন্তু রোমান্সটাকেও মরতে দেবেন না!
4. পার্টনারের সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্ক স্থাপন করুন। তাতে সম্পর্কের বাঁধন মজবুত থাকবে।
আরও পড়ুন: Vagina নিয়ে মহিলাদের মনে বাসা বেঁধে আছে কিছু ভুল ধারণা, এবার তার পিছু ছাড়ান!
5. পরস্পরের সঙ্গে সময় কাটান। এই সময়টা সেলফোন, টিভি বা অন্য গ্যাজেট থেকে দূরে থাকুন।
6. ছোট ছোট উপহার দিন পার্টনারকে। তাতে সম্পর্কে একটা চমক আর ভালো লাগার উপাদান থাকবে।
7. শারীরিক ঘনিষ্ঠতা যে সবসময় শোওয়ার ঘরেই হতে হবে, এমন কোনও কথা নেই! ডাইনিং টেবিল, বসার ঘরের মতো নতুন নতুন জায়গা বেছে নিন।
8. একসঙ্গে স্নান করুন। সম্পর্কে অন্য মাত্রা যোগ হবে।
9. মাঝেমাঝে কিছুদিন সেক্স থেকে বিরতি নিন। তাতে আকর্ষণের মাত্রা বাড়বে।
10. একঘেয়ে নাইটির বদলে মাঝেমাঝে গ্ল্যামারাস ছোট রাতপোশাক পরুন। গায়ে ছড়ান পছন্দের পারফিউম। দেখুন কীভাবে রঙিন হয়ে ওঠে আপনাদের রাত।
আরও পড়ুন: ব্রেক আপের পরে ‘এক্স’ কে ভুলতে পারছেন না? দেখুন তো, এই টিপসগুলি কাজে লাগে কি না…