রুক্ষ চুল? উজ্জ্বলতা বাড়াতে চান? ব্যবহার করে দেখুন এই ৯ আমন্ড অয়েল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পলিউশন, ডাস্ট, কেমিক্যাল, হেয়ার কালার ইত্যাদি কারণে স্ক্যাল্পে অনেক সময় ইনফেকশন হয়। প্রপার কেয়ার না নিলে, অকালে চুল দুর্বল হয়ে পড়ে। ড্যানড্রাফ এর সমস্যা দেখা দেয়।

একমাত্র বাদামতেল-ই পারে এই সমস্যা থেকে চিরতরে মুক্তি দিতে। এই তেলের নিয়মিত ব্যবহার, মাথার ত্বকের রক্ত চলাচল ঠিক রাখে, চুলের পুষ্টি যোগায়, নতুন চুল গজাতে সাহায্য করে। প্রচুর পরিমাণে মশ্চারাইজার থাকার দরুন, আমন্ড অয়েল( বাদাম তেল) একটি ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে। ভিটামিন ই, ফ্যাটি এসিড এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ এই তেল ব্যবহারের নিয়মানুবর্তিতা, ড্রাই অথবা ফ্রিজি হেয়ার কে সফট বা কোমল করে, চুলের গোড়া মজবুত করে, চুল সিল্কি এবং শাইনি করে, গোড়া থেকে চুল ভাঙ্গা রোধ করে।

চুলের যত্ন নিতে রইল ৯ আমন্ড তেলের খোঁজ:

১. দ্য ব্যালেন্স মন্ত্র ১০০% পিওর কোল্ড প্রেসড সুইট আমন্ড অয়েল

এই তেল নিয়মিত মাখলে চুলের গোড়া মজবুত হবে। চুল ঝরবে কম। পুষ্টি জোগাবে স্ক্যাল্পে।

২. ডাবর বাদাম তেল – ১০০% পিওর আমন্ড অয়েল

এই তেল নিয়মিত মাখলে ফিরবে চুলের হারানো জেল্লা। চুল হবে আগা থেকে গোড়া পর্যন্ত মজবুত।

৩. আর্বান বোটানিকস পিওর কোল্ড প্রেসড সুইট আমন্ড অয়েল

একফোঁটাও কেমিক্যাল নেই। ফলে, সব ধরনের চুলেই এই তেল পুষ্টি জোগায়।

৪. আনভেয়া কোল্ড প্রেসড সুইট আমন্ড অয়েল

নিয়মিত এই তেল মাসাজ করুন চুলের গোড়ায়। তফাতটা আপনিই বুঝবেন কিছুদিন পরেই।

৫. উইশকেয়ার কোল্ড প্রেসড সুইট আমন্ড অয়েল

চুলের যাবতীয় সংক্রমণ রোধ করে এই তেল। খুশকিনাশক। শুষ্ক চুলও রাখে ভেলভেটের মতোই নরম।

৬. মরফেম রেমেডিস কোল্ড প্রেসড সুইট আমন্ড অয়েল

সমস্ত চুলের পক্ষে আদর্শ। চুলে পুষ্টি জুগিয়ে আর্দ্রতা ধরে রাখে।

৭. খাদি ন্যাচারাল আয়ুর্বেদিক সুইট আমন্ড অয়েল

এই ভেষজ তেল চুলের গোড়ায় ঢুকে ভেতর থেকে মজবুত করে চুলের গোড়া। চুল ঝরার পাশাপাশি কমায় অকালপক্কতাও।

৮. সেন্ট ডি’ভেন্স ১০০% পিওর আমন্ড অয়েল

চুলের সব সমস্যার এক সমাধান এই তেল। সহজে মিশে যায় বলে অন্য তেলের সঙ্গে মিশিয়েও মাখতে পারেন।

৯. ফরেস্ট এসেনসিয়াল অর্গানিক কোল্ড প্রেসড সুইট আমন্ড ভার্জিন অয়েল

এই তেল স্ক্যাল্প রাখে ঠাণ্ডা। চুল করে ফুরফুরে। ভীষণ হাল্কা হওয়ায় নিয়মিত মাখলেও চটচটে হবে না চুল।

আরও আমন্ড অয়েলের খোঁজ পেতে ক্লিক করুন https://amzn.to/2BQz0jE

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest