Kolkata: Solar dome opens for public viewing

Solar Dome: নিউটাউনে খুলে গেল ভারতের প্রথম সৌর গোলক! আজই দেখে আসুন এই আশ্চর্য গম্বুজ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউটাউনের ইকো পার্কের উত্তর পশ্চিম প্রান্তে বাংলার গ্রাম ও ধামসা রেস্টুরেন্টের পাশে তৈরি হওয়া একটি বিশাল আকার গোলাকৃতি নির্মাণ ঘিরে মানুষের কৌতুহল বেড়েছিল মাসখানেক আগে। রবিবার সেই কৌতূহলের নিরসন হল। উদ্বোধন হল ভারতের প্রথম সৌর গোলকের।

২.৮৯ একর জমির ওপর ৫৫ মিটার উঁচু এই সোলার গম্বুজের ব্যস ৪৬ মিটার। ডোমের বাইরের অংশটা পুরোটাই সুদৃশ্য সোলার প্যানেল দিয়ে মোড়া।  এই সৌর গম্বুজটি তৈরি করেছে হিডকো এবং রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা।

আরও পড়ুন: Condom Cafe: খাবার খেলেই কন্ডোম ফ্রি! Thailand এ স্বাগত জানাচ্ছে অদ্ভুত এই ক্যাফে

সুইৎজারল্যান্ডের একটি নামী সংস্থার পরামর্শ অনুযায়ী তৈরি হয়েছে এই সোলার ডোম। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা এই গম্বুজ তৈরির সিংহভাগ খরচ বহন করেছে। নগরয়োন্নন দফতরও আর্থিক সহায়তা করছে।

ডোমের বাইরে লাগানো সোলার প্যানেল থেকে ১৮০ কিলো ওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ডোমের ভিতর আলো, পাখা, কম্পিউটার, টিভি, লিফট সবকিছু চলবে সৌরবিদ্যুতের সাহায্যেই। ডোমের ভিতরে আট-ন’তলা বাড়ির উচ্চতা সমান গোলাকার গ্যালারি আছে। ইকো পার্কে ঘুরতে আসা সকল পর্যটক বিনামূল্যে এই গ্যালারিতে যেতে পারবেন এবং ইকোপার্কের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে পারবেন।

বিকল্প শক্তি কী এবং কেন তার ব্যবহার দরকার, তা স্কুল-কলেজ পড়ুয়া থেকে আমজনতাকে বোঝানোর জন্য একটি সোলার ডোম বা সৌর গম্বুজ তৈরি করছে হিডকো। নিউটাউনের ইকোপার্কে বাংলার গ্রামের ঠিক পাশেই তাই তৈরি হয়েছে সোলার ডোম। যেখানে বসেই সৌর শক্তির ব্যবহার, উপকারিতা, প্রয়োজনীয়তা প্রভৃতির প্রাথমিক পাঠ নেওয়া যাবে। সৌরবিদ্যুৎ বিশেষজ্ঞ শান্তিপদ গণচৌধুরীও জানান, বড় সোলার ডোম প্রকল্প এখনও এ দেশে কোথাও তৈরি হয়নি। এ রাজ্যে এ ধরনের প্রকল্প যে গড়ে উঠেছে, তা চমকে দেওয়ার মতোই।

আরও পড়ুন: Darjeeling: আজ থেকে টয়ট্রেনে পাহাড় সফরে ভিস্টাডোম কোচ! উচ্ছ্বসিত পর্যটকরা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest