নয়াদিল্লি: করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাত আটটা নাগাদ জাতির উদ্দেশে তিনি ভাষণ দেবেন বলে ঘোষণা করেছেন।
আরও পড়ুন: করোনা লকডাউনে থামল শাহিনবাগের আন্দোলন, ১০১ দিন পরে প্রতিবাদীদের উঠিয়ে দিল পুলিশ
वैश्विक महामारी कोरोना वायरस के बढ़ते प्रकोप के संबंध में कुछ महत्वपूर्ण बातें देशवासियों के साथ साझा करूंगा। आज, 24 मार्च रात 8 बजे देश को संबोधित करूंगा।
Will address the nation at 8 PM today, 24th March 2020, on vital aspects relating to the menace of COVID-19.
— Narendra Modi (@narendramodi) March 24, 2020
এদিন মোদী টুইটে লেখেন, “করোনাভাইরাস মহামারী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আজ রাত আটটায় আমি জাতির উদ্দেশে ভাষণ দেব।” গত বৃহস্পতিবার প্রথম করোনা নিয়ে জাতির উদ্দেশে বক্তৃতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ওই বক্তৃতা থেকেই জনতা কার্ফুর কথা ঘোষণা করেছিলেন মোদী।
আরও পড়ুন: লকডাউন ভাঙায় কলকাতায় গ্রেফতার ২৫৫, ঘরে থাকার আর্জি মুখ্যমন্ত্রীর
লকডাউনের পর দ্বিতীয় সন্ধ্যায় জাতির উদ্দেশে কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী? সেদিকে নজর থাকবে সবার। মনে করা হচ্ছে, লকডাউন পিরিয়ডে অত্যাবশ্যকীয় পণ্য যাতে সবাই পায়, জরুরি পরিষেবার যাতে কোনও অসুবিধা না হয়। তা নিশ্চিত করতেই এদিন দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন মোদী। অনেক জায়গা থেকেই অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে কালোবাজারির অভিযোগ সামনে আসছে। তাই নিয়ে কড়া বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, সবাই যাতে নিয়ম মেনে চলেন। নির্দেশিকা অমান্য না করেন, সেই বিষয়েও সতর্ক করতে পারেন তিনি।
উল্লেখ্য, সোমবার সকালেই টুইট করে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী। বলেন, অনেকেই এখনও লকডাউনকে গুরুত্ব দিয়ে নিচ্ছেন না। এখনও অনেকের হুঁশ ফিরছে না। বাড়িতে থাকুন। সতর্ক থাকুন। নিজে ও পরিবারকে সুরক্ষিত রাখুন। একইসঙ্গে রাজ্যগুলি কড়া হাতে লকডাউন সুনিশ্চিত করতে নির্দেশ দেন মোদী। কেউ আইন ভাঙলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন।
আরও পড়ুন:কলকাতায় করোনায় মৃতের সৎকারে বাধা, নিমতলা ঘাটে রোষের মুখে পুলিস
প্রসঙ্গত, ভারতে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৫০০ ছুঁই ছুঁই। ইতিমধ্যেই মারণ ভাইরাসে এদেশে শিকার হয়েছেন ৯ জন। ভারতে তৃতীয় পর্যায়ের সংক্রমণ (সামাজিক সংক্রমণ) রুখতে কঠোর প্রশাসন। করোনার সংক্রমণের শৃঙ্খল ভাঙতেই ২৩ মার্চ বিকেল ৪টে থেকে ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র। কলকাতা, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু সহ দেশের ৮০টি জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে।