#Loksabha 2019: বুয়া-ভাতিজার জোট ঝড়ে উড়ে যাবেন যোগী-মোদী, আভাস সমীক্ষায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

লখনউ: লোকসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরপ্রদেশে সম্ভাব্য ফল কী হতে চলেছে এবিপি নিউজের সমীক্ষার ভিত্তিতে, তা প্রকাশ্যে এল। এবিপি নিউজের সমীক্ষায় দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ খারাপ খবর বয়ে আনছে বিজেপির জন্য। এবারের নির্বাচন বিজেপির কাছে বড় ধাক্কা হতে চলেছে উত্তরপ্রদেশে। এবিপি নিউজের সমীক্ষায় বিরোধী জোটের কাছে ধাক্কা খেতে পারে মোদীর দল।

  • আসন্ন লোকসভা নির্বাচনে এবার উত্তরপ্রদেশের এসপি-বিএসপি-আরএলডি জোট ফ্যাক্টর হয়ে উঠছে। এই জোট বিজেপির ঘুম কেড়ে নিতে চলেছে বলে আভাস দিয়েছে এবিপি নিউজের সমীক্ষা। ৮০ আসনের মধ্যে যোগী-রাজ্যে ৪২টি আসনে জয়ী হতে পারে তারা। মোট আসনের অর্ধেকের বেশি আসন পেতে পারে তারা। ৪২ শতাংশ ভোট পেতে পারে সপা-বসপা-আলএলডি জোট।bjp1 1554313534
  • ২০১৪ সালের নির্বাচনে এনডিএ এই রাজ্যে ৭৩টি আসন দখল করেছিল। কিন্তু এবার তাদের অর্ধেক আসন হয়ে যেতে পারে। এনডিএ বড়জোর ৩৬টি আসন জয় পেতে পারে। যদিও ভোট শতাংশে তাঁরা বিশেষ পিছিয়ে থাকবে না। এনডিএ ৪৩ শতাংশ ভোট পেতে পারে। উল্লেখ্য, ২০১৪ সালে এনডিএ উত্তরপ্রদেশে ৪৩.৩ শতাংশ ভোট পেয়েছিল।xrahul akhilesh mayawati 1554313619.jpg.pagespeed.ic.d5JNjvScUk
  • গতবার কংগ্রেস উত্তরপ্রদেশে মাত্র ২টি আসনে জয় পেয়েছিল। এবারও তারা ২টি আসন ধরে রাখতে সমর্থ হবে। তবে কোনও আসন বাড়ার সম্ভাবনা নেই বলেই আভাস এবিপি নিউজের সমীক্ষায়। রাহুল গান্ধীর আমেথি ও সোনিয়া গান্ধীর রায়বরেলি থেকে জিতবে কংগ্রেস। তবে কংগ্রেসের ভোট বাড়বে কিছুটা। ৭.৮ শতাংশ থেকে তাঁদের ভোটপ্রাপ্তির হার হতে পারে ৯ শতাংশ।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest