#Loksabha 2019: ভোটের আগে নমো টিভি কেন? কেন্দ্রের কাছে জবাব তলব নির্বাচন কমিশনের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: নমো টিভি। যাতে শুধু দেখানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য এবং অনুষ্ঠান। মোদীকে কেন্দ্র করেই আবর্তিত হবে নমো টেলিভিশন চ্যানেলের যাবতীয় অনুষ্ঠান। ভোটের আগে কেন এই ধরনের টেলিভিশন চ্যানেলের অনুমোদন দেওয়া হল তা নিয়ে বুধবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে জবাব তলব করেছে নির্বাচন কমিশন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম এবং পদবীর আদ্যক্ষর নিয়েই চ্যানেলের নাম ‘নমো’। গত ৩১ মার্চ এই চ্যানেলের উদ্বোধন হয়। নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচার, সরকারের সাফল্যের প্রচার থেকে শুরু করে বিজেপি নেতাদের সাক্ষাৎকারের মতো বিষয় ওই চ্যানেলে সম্প্রচার চলছে। কিন্তু বিরোধীদের অভিযোগ, নির্বাচনের নির্ঘণ্ট কার্যকরী হওয়ার পর ওই চ্যানেল চালু করা বিধিভঙ্গের শামিল।শুক্রবার নমো টিভি-র বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করে কংগ্রেস। ifopji08 namo tvঅভিযোগে বলা হয়, আদর্শ নির্বাচন বিধি চালু হয়ে যাওয়ার পর নমো টিভি-কে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির হয়ে প্রচার চালাচ্ছে নমো টিভি। এই টিভির বিরুদ্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ব্যবস্থা নেওয়া উচিত।মন্ত্রক সূত্রে খবর, কমিশনের জবাবে রিপোর্টে জানানো হয়েছে, ওই টিভি চ্যানেলটি প্রথাগত ২৪ঘণ্টার চ্যানেলগুলির মতো নয়।  এটি মন্ত্রকের স্যাটেলাইট চ্যনেলের তালিকায় নেই। বিজ্ঞাপণ প্রচার করার জন্যই এই চ্যানেলটি তৈরি করা হয়েছে।এটি একটি ডিরেক্ট টু হোম পরিষেবা, যার সমস্ত খরচ বহন করছে একটি রাজনৈতিক দল (বিজেপি)।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest