Site icon The News Nest

#Loksabha Election 2019: ১ কোটি ২১ লক্ষ টাকা টাকা খরচ করে গুগল বিজ্ঞাপনে শীর্ষে বিজেপি, ধারে কাছে নেই কংগ্রেস

BJP ad

নয়াদিল্লি: বিজেপি প্রথম। অনেকটাই পিছিয়ে কংগ্রেস, ষষ্ঠ স্থানে। বৃহস্পতিবার এ কথা ঘোষণা করল গুগল। তারা জানিয়েছে, গুগলে বিজ্ঞাপন দেওয়ায় সব চেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। ৩২ শতাংশ বিজ্ঞাপন তাদের। কংগ্রেসের সেখানে ০.১৪ শতাংশ।

ইন্টারনেট সমীক্ষক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী ফেব্রুয়ারির ১৯ তারিখের পর থেকে শুধুমাত্র গুগলকে বিজ্ঞাপন বাবদ রাজনৈতিক দলগুলি দিয়েছে ৩ কোটি ৭৬ লক্ষ টাকা। যার এক তৃতীয়াংশই দিয়েছে বিজেপি। মোট ৫৫৪টি বিজ্ঞাপনে বিজেপি খরচ করেছে ১ কোটি ২১ লক্ষ টাকা।আশ্চর্যজনকভাবে বিজেপির ধারেকাছে নেই কংগ্রেস। গুগলকে দেওয়া বিজ্ঞাপনের নিরিখে তাঁরা রয়েছে ষষ্ঠ স্থানে। মাত্র ৫৪ হাজার ১০০ টাকার বিজ্ঞাপন দিয়েছে রাহুল গান্ধীর দল। এবছর অবশ্য বিজ্ঞাপন নিয়ে বেশ কড়াকড়ি করছে গুগল। টাকা দিলেই বিজ্ঞাপন দেওয়া যাচ্ছে না। সেজন্য প্রয়োজন পড়ছে নির্বাচন কমিশনের অনুমতির।

নির্বাচনে নিজেদের স্বচ্ছতা বজায় রাখতে সংস্থার পক্ষ রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে গুগল জানিয়েছে, ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রাজনৈতিক দলগুলি ও তাদের সহযোগীরা গুগলে বিজ্ঞাপন দিয়ে মোট ৩ কোটি ৭৬ লক্ষ টাকা খরচ করেছে।  বিজেপির পরে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশের প্রধান বিরোধী দল ওয়াইএসআর কংগ্রেস। তাঁরা খরচ করেছে মোট, ১ কোটি ৪ লক্ষ টাকা। তৃতীয় স্থানে ‘প্রামাণ্য স্ট্র্যাটেজি কনসাল্টিং প্রাইভেট লিমিটেড’। তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রচারে টাকা ঢালছে ওই সংস্থা। গুগলে ৮৫ লক্ষ ২৫ হাজার টাকার বিজ্ঞাপন দিয়েছে তারা। এ বাদ দিয়েও গুগলের বিজ্ঞাপন নীতি ভঙ্গ করার জন্য ৪টি রাজনৈতিক দলের বিজ্ঞাপন নেয়নি সংস্থা।

 

Exit mobile version