#Loksabha Elections 2019: রাত পোহালেই ৯৭ আসনে দ্বিতীয় দফায় ভোট, একনজরে বাংলার তিন কেন্দ্রের খুঁটিনাটি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: সপ্তদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা কাল অর্থাৎ ১৮ এপ্রিল। দেশের ১২ টি রাজ্যে ও ১টি অঞ্চলে কেন্দ্রশাসিত সাত দফায় , ৯৭টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণপর্ব চলবে কাল। ৭ দফায় নির্বাচনান্তে ২৩ মে ভোটের ফল গণনা হবে।

  • আগামীকাল দ্বিতীয় দফার ভোট তামিলনাড়ুর সমগ্র ৩৯ টি লোকসভা কেন্দ্রে হবে। এছাড়া কর্ণাটকের ১৪ টি , মহারাষ্ট্রে ১০টি , উত্তরপ্রদেশে ৮টি ,অসম , বিহার ও ওড়িশায় ৫টি , ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গে ৩টি , জম্মু ও কাশ্মীরে ২টি এবং মনিপুর , ত্রিপুরা ও পুদুচেরিতে ১টি করে আসনে ভোট গ্রহণ হবে ।
  • দ্বিতীয় দফা ভোটগ্রহণের আগে বিস্তারিত তথ্য দিয়ে এক রিপোর্ট প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। আর তাতেই মিলেছে বিস্ময়কর পরিসংখ্যান। দেখা গিয়েছে মোট প্রার্থীর ১৬ শতাংশই নানা ফৌজদারি মামলায় অভিযুক্ত। ১৬৭ (১১ শতাংশ) জনের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ।
  • ৩ জন প্রার্থী ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন। ৬ জনের বিরুদ্ধে রয়েছে খুনের অভিযোগ। খুনের চেষ্টার অভিযোগ ২৫ জনের বিরুদ্ধে। ৮ জনের বিরুদ্ধে কিডন্যাপ, ১০ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। এই সব অভিযুক্ত প্রার্থীদের মধ্যে প্রথমসারির দল বিজেপির ১৬ জন, কংগ্রেসের ১৬ জন, এআইএডিএমকের ১১ জন, বিএসপির ৪ জন।
  • দ্বিতীয় দফার ভোট রীতিমতোই ভয়ঙ্কর। কারণ, নির্বাচন কমিশনের নিয়ম মতো কোনও কেন্দ্রে তিন বা তার বেশি প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চালু থাকলে তাকে রেড অ্যালার্ট আসন বলা হয়। সেই হিসেবে দ্বিতীয় দফার ৯৭ আসনের মধ্যে ৪১টি রেড অ্যালার্ট কেন্দ্র।
  • শুধু ফৌজদারি মামলাই নয়, টাকার হিসেবেও দ্বিতীয় দফার প্রার্থীরা বেশ শক্তিশালী। ১৫৯০ জনের মধ্যে ৪২৩ জন (২৭ শতাংশ) কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তির মালিক। প্রথমসারির দলের মধ্যে বিজেপির ৪৫ (৮৮ শতাংশ), কংগ্রেসের ৪৬ (৮৭ শতাংশ), ডিএমকের ২৩ (৯৬ শতাংশ), এআইএডিএমকের ২২ (১০০ শতাংশ), বিএসপির ২১ (২৬ শতাংশ) প্রার্থী কোটিপতি।
  • দার্জিলিং, জলপাইগুড়ি, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আধাসামরিক বাহিনী বা কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকছে রাজ্য সশস্ত্র পুলিশ। ৮০ শতাংশ বুথেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। বাকি ২০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীর টহলদারিতে ভোটগ্রহন প্রক্রিয়া সম্পন্ন করবে রাজ্য সশস্ত্র পুলিশ। এছাড়াও থাকছে ভিডিও ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, অনলাইন ওয়েবকাস্টিং স্টেশন, মাইক্রো অবজার্ভার।

একনজরেএরাজ্যের তিন কেন্দ্র

রায়গঞ্জ লোকসভা কেন্দ্র

মোট ভোটার : সংখা ১৫ লক্ষ ৯৯ হাজার ৯৪৮ জন।

প্রার্থী : কানাইলাল আগরওয়াল (তৃণমূল), মহম্মদ সেলিম (সিপিএম), দেবশ্রী চৌধুরী (বিজেপি). দীপা দাশমুন্সি (কংগ্রেস)

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র

মোট ভোটার : ১৭ লক্ষ ২৯ হাজার ৮২৯ জন।

মোট বুথ : ১৮৬৮

প্রার্থী : বিজয় চন্দ্র বর্মন (তৃণমূল), ভগীরথ রায় (সিপিএম), ডাক্তার জয়ন্ত রায় (বিজেপি), মণিকুমার ডার্নাল (কংগ্রেস)

দার্জিলিং লোকসভা কেন্দ্র

মোট ভোটার : ১৭ লক্ষ ২৯ হাজার ৮২৯ জন।

মোট বুথ : ১৮৬৮

প্রার্থী : অমর সিং রাই (তৃণমূল), সমন পাঠক (সিপিএম), রাজু সিং বিস্ত (বিজেপি), শঙ্কর মালাকার (কংগ্রেস)

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest