Site icon The News Nest

#Loksabha Elections 2019: রাত পোহালেই ৯৭ আসনে দ্বিতীয় দফায় ভোট, একনজরে বাংলার তিন কেন্দ্রের খুঁটিনাটি

vote 2 1

নয়াদিল্লি: সপ্তদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা কাল অর্থাৎ ১৮ এপ্রিল। দেশের ১২ টি রাজ্যে ও ১টি অঞ্চলে কেন্দ্রশাসিত সাত দফায় , ৯৭টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণপর্ব চলবে কাল। ৭ দফায় নির্বাচনান্তে ২৩ মে ভোটের ফল গণনা হবে।

একনজরেএরাজ্যের তিন কেন্দ্র

রায়গঞ্জ লোকসভা কেন্দ্র

মোট ভোটার : সংখা ১৫ লক্ষ ৯৯ হাজার ৯৪৮ জন।

প্রার্থী : কানাইলাল আগরওয়াল (তৃণমূল), মহম্মদ সেলিম (সিপিএম), দেবশ্রী চৌধুরী (বিজেপি). দীপা দাশমুন্সি (কংগ্রেস)

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র

মোট ভোটার : ১৭ লক্ষ ২৯ হাজার ৮২৯ জন।

মোট বুথ : ১৮৬৮

প্রার্থী : বিজয় চন্দ্র বর্মন (তৃণমূল), ভগীরথ রায় (সিপিএম), ডাক্তার জয়ন্ত রায় (বিজেপি), মণিকুমার ডার্নাল (কংগ্রেস)

দার্জিলিং লোকসভা কেন্দ্র

মোট ভোটার : ১৭ লক্ষ ২৯ হাজার ৮২৯ জন।

মোট বুথ : ১৮৬৮

প্রার্থী : অমর সিং রাই (তৃণমূল), সমন পাঠক (সিপিএম), রাজু সিং বিস্ত (বিজেপি), শঙ্কর মালাকার (কংগ্রেস)

Exit mobile version