Site icon The News Nest

#Loksabha Elections 2019 : কান্ধমালে মাও হানা, নিহত নির্বাচনী পর্যবেক্ষক

KANDHAMAL

কন্ধমাল : গত কয়েক বছরে ধীরে ধীরে মাওবাদী প্রভাব থেকে মুক্ত হচ্ছিল ওড়িশার কন্ধমাল জেলা। কিন্তু ভোটের মুখে ফের সেই জেলায় আঘাত হানল মাওবাদীরা। এক নির্বাচনী পর্যবেক্ষককে গুলি করে মারল তারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

বুধবার কান্ধমালের বারলা গ্রামে মাওবাদীরা একদল ভোটকর্মীদের গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায়। কিন্তু তাতে গাড়িটির ক্ষতি হলেও ভোটকর্মীদের কিছু হয়নি। এরপরই গাড়িটি লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। এতেই মারা যান সংযুক্তা দিগাল। গাড়িতে থাকা অন্যান্য কর্মীরা নিরাপদেই রয়েছেন।

ওই ঘটনায় শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেন পট্টনায়ক।কন্ধমাল জেলার ফিরিঙ্গিয়াতেও হামলা চালিয়েছে মাওবাদীরা। ভোট কেন্দ্রে দু’টি গাড়ি চেপে যাচ্ছিলেন ভোটকর্মীরা। গাড়িদু’টি জ্বালিয়ে দেয় মাওবাদীরা। আগুনে পুড়ে গিয়েছে তাদের সঙ্গে থাকা ইভিএম ও ভিভিপ্যাট।

Exit mobile version