নিউজ কর্নার ওয়েব ডেস্ক: রাজ্যে তৃতীয়দফার নির্বাচন ২৩ এপ্রিল। এই দিনেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসানসোলে সভা করবেন তিনি। বিকেল ৪ টেয় সভা শুরু হওয়ার কথা। অন্যদিকে হুগলিতে ৩ সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরামবাগ, খানাকুল ও বড়গাছিয়ায় সভা করবেন তিনি। প্রথম সভা আরামবাগে, বেলা ১ টায়।
অন্য দিকে, আজই জগৎবল্লভপুরের বড়গাছিয়ায় শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী। সভা শুরু হওয়ার কথা বেলা ১টায়। গরমের কথা মাথায় রেখে মাঠে ছাউনির ব্যবস্থা করা হয়েছে বলে জানান জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল সভাপতি বিকাশ ঘোষ।
Public meeting at Arambagh | আরামবাগে জনসভা
Public meeting at Arambagh | আরামবাগে জনসভা
Posted by Mamata Banerjee on Tuesday, 23 April 2019