নিউজ কর্নার ওয়েবডেস্ক: ২৯ এপ্রিল আসানসোল অংশ নিতে চলেছে সপ্তদশ লোকসভা ভোটে। বিজেপি-তৃণমূলের দুই হেভিওয়েট প্রার্থী বাবুল সুপ্রিয়ো ও মুনমুন সেনকে ঘিরে ইতিমধ্যেই আলোচনা তুঙ্গে। এবার সেই আসানসোলের মাটি থেকে বিজেপির বিরুদ্ধে চরম তোর দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।মমতা এদিন ,অভিযোগের সুরে বলেন ঝাড়খণ্ড থেকে টাকা এনে এরাজ্যে সমস্যা তৈরি করছে বিজেপি। তাঁর দাবি কয়লা মাফিয়াদের সঙ্গে যুক্ত রয়েছেন বিজেপি নেতারা। মমতার দাবি বিজেপি, কয়লা মাফিয়াদের থেকে টাকা নিচ্ছেন । এরপর একধাপ এগিয়ে তিনি বাবুল সুপ্রিয়োর নাম না করে তাঁর বিরুদ্ধেও তোপ দাগেন। তাঁর দাবি, বাবুল সুপ্রিয়ো আসানসোলের মাটিতে গুণ্ডারাজকে উস্কে দিচ্ছেন। বাংলার যা সংস্কৃতি নয়, সেই মারপিটের সংস্কৃতি আমদানি করছেন বাবুল সুপ্রিয়।
Public meeting at Asansol | আসানসোলে জনসভা
Public meeting at Asansol | আসানসোলে জনসভা
Posted by Mamata Banerjee on Friday, 26 April 2019