#Loksabha Elections 2019 Live: তমলুকে প্রচারে মোদী, গোপীবল্লভপুরে জনসভায় মমতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: ঘূর্ণিঝড় ফণীর আশঙ্কায় দু’জনেরই নির্বাচনী সভা পিছিয়েছে। শুক্র, শনিবার নিজের সভা বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাও রবিবারের জায়গায় পিছিয়ে হয়েছিল সোমবার। ঘটনাচক্রে সোমবার মমতা-মোদী দু’জনেরই সভা ঝাড়গ্রাম জেলায়। দুটি সভাস্থলের মধ্যে দূরত্ব মাত্র ৩৭ কিলোমিটার। আর তাই সভার আগে থেকেই শুরু হয়েছে তরজা। তাদের সভায় লোক বেশি হবে, দাবি করছে দু’পক্ষই। আর এই পরিস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর প্রশাসন।

https://www.facebook.com/BJP4Bengal/videos/1996194790490522/?t=0

রবিবার বেলপাহাড়িতে নির্বাচনী সভা করেন মমতা। সেখানেই দলের স্থানীয় নেতাদের একাংশের দুর্নীতির কথা স্বীকার করে শুদ্ধকরণের আশ্বাস দেন। মানুষের আবেগকে ‘সম্মান’ জানিয়ে তৃণমূলনেত্রী বলেন, ‘‘তৃণমূল ভাল হোক বা খারাপ হোক, দু’টো চড় মারবেন। আপনাদের পায়ের কাছে পড়ে থাকবে। তৃণমূল না থাকলে উন্নয়নের কাজটা কে করবে?’’ এর পরেই সামান্য সুর চড়িয়ে তাঁর বক্তব্য, ‘‘এত বার আসার পরেও যখন দেখলাম অন্য দল মাথা তুলেছে (পঞ্চায়েত ভোটে), দুঃখ পেয়েছিলাম। আর দুঃখ দেবেন না। তা হলে আমার অভিমান হতে পারে।’’ গোপীবল্লভপুরকে এক কথায় বিজেপির গড় বলা যায়। এ বারের পঞ্চায়েত ভোটেও এই এলাকার প্রায় সব কটি গ্রাম পঞ্চায়েত ও গোপীবল্লভপুর ব্লক রয়েছে বিজেপির দখলে। আর সেখানেই সোমবার মমতার সভা।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/1035875873270382/?t=0

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest