LokSabha Elections 2019 LIVE: রায়গঞ্জের পর ইসলামপুরে সভা মমতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: কাল বাদে পরশু লোকসভা নির্বাচন। প্রথম দফার ভোটের আগে শেষবেলায় প্রচারে ঝড় তুলতে মরিয়া শাসক থেকে বিরোধী, সব পক্ষই। গোটা দেশের মতো বাংলাতেও জোরকদমে চলছে ভোটপ্রচার। কর্মিসভা, জনসভার পাশাপাশি বাড়ি-বাড়ি গিয়ে জনসংযোগ, মিছিল-পুরোদমে ভোটের মেজাজে বাংলা। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে একের পর এক সভা করে ভোটপ্রচার সারছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহার ও নাগরাকাটার সভা থেকে সেই চেনা ভঙ্গিতে মোদীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মমতা। আজও উত্তরে প্রচার কর্মসূচি রয়েছে তৃণমূলনেত্রীর। আজ মমতার গন্তব্য উত্তর দিনাজপুর। ইসলামপুর কোর্ট ও রায়গঞ্জ এলাকায় দুটি সভা করবেন তৃণমূল সুপ্রিমো।

কোচবিহারের সভায় মমতার আক্রমণের নিশানায় ছিল মোদীর ব্যক্তিজীবন। কোচবিহারের সভায় একতার কথা বলতে গিয়ে মমতা বলেন, ‘‘হিন্দু-মুসলমান-শিখ-খ্রিস্টান সকলে একসঙ্গে নিয়েই ধর্মের পরিবার। আপনি (মোদী) জানবেন কী করে পরিবারের কথা? দুটো পরিবার হয়। দেশের পরিবার ও মানুষের পরিবার। আপনার তো কোনওটাই নেই। নিজের পরিবারকে কখনও দেখেছেন? নিজের স্ত্রীকে কখনও দেখেছেন? তাহলে কী করে ঘরের মেয়ে-বোনদের কথা জানবেন? যাঁরা সংসার মানেন না, যাঁরা পরিবার মানেন না, তাঁরা আবার দেশপ্রেম দেখাচ্ছে!’’

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/1417105721765077/?t=0

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest