Site icon The News Nest

LokSabha Elections 2019 LIVE: রায়গঞ্জের পর ইসলামপুরে সভা মমতার

cm nagrakata 1

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: কাল বাদে পরশু লোকসভা নির্বাচন। প্রথম দফার ভোটের আগে শেষবেলায় প্রচারে ঝড় তুলতে মরিয়া শাসক থেকে বিরোধী, সব পক্ষই। গোটা দেশের মতো বাংলাতেও জোরকদমে চলছে ভোটপ্রচার। কর্মিসভা, জনসভার পাশাপাশি বাড়ি-বাড়ি গিয়ে জনসংযোগ, মিছিল-পুরোদমে ভোটের মেজাজে বাংলা। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে একের পর এক সভা করে ভোটপ্রচার সারছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহার ও নাগরাকাটার সভা থেকে সেই চেনা ভঙ্গিতে মোদীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মমতা। আজও উত্তরে প্রচার কর্মসূচি রয়েছে তৃণমূলনেত্রীর। আজ মমতার গন্তব্য উত্তর দিনাজপুর। ইসলামপুর কোর্ট ও রায়গঞ্জ এলাকায় দুটি সভা করবেন তৃণমূল সুপ্রিমো।

কোচবিহারের সভায় মমতার আক্রমণের নিশানায় ছিল মোদীর ব্যক্তিজীবন। কোচবিহারের সভায় একতার কথা বলতে গিয়ে মমতা বলেন, ‘‘হিন্দু-মুসলমান-শিখ-খ্রিস্টান সকলে একসঙ্গে নিয়েই ধর্মের পরিবার। আপনি (মোদী) জানবেন কী করে পরিবারের কথা? দুটো পরিবার হয়। দেশের পরিবার ও মানুষের পরিবার। আপনার তো কোনওটাই নেই। নিজের পরিবারকে কখনও দেখেছেন? নিজের স্ত্রীকে কখনও দেখেছেন? তাহলে কী করে ঘরের মেয়ে-বোনদের কথা জানবেন? যাঁরা সংসার মানেন না, যাঁরা পরিবার মানেন না, তাঁরা আবার দেশপ্রেম দেখাচ্ছে!’’

Exit mobile version