Afghan footballer dies after falling from US plane in mid-air

Afganistan Crisis : মাঝ আকাশে মার্কিন বিমান থেকে পড়ে আফগান ফুটবলারের মৃত্যু

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মাঝ আকাশে মার্কিন বিমান থেকে পড়ে মৃত আফগানিস্তানের জাতীয় দলের ফুটবলার জাকি আনওয়ারি (Zaki Anwari)। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন আফগান সংবাদ সংস্থা Ariana। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে General Directorate for Sport।

রবিবার কাবুলের দখল নেয় তালিবানরা। এরপর থেকেই আফগানিস্তান ছাড়ার হিড়িক পড়েছে। বিভিন্ন বিমানবন্দরে হুলুস্থুল অবস্থা। পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছেন বহুজনের। মার্কিন সেনার গুলিতেও মৃত্যু হয়েছে অনেকের। সূত্রের খবর, জাকি আনওয়ারি (Zaki Anwari) হলেন সেই সমস্ত ব্যক্তিদের মধ্য়ে একজন, যিনি সোমবার দেশ ছাড়ার জন্য Hamid Karzai International Airport গিয়েছিলেন। মার্কিন বিমান USAF Boeing C-17 উঠতে না পেরে, চাকা ধরে ঝুলে থাকার চেষ্টা করেন। কোনক্রমে দেশ ছাড়ার শেষ চেষ্টা করেন। তবে তাঁর চেষ্টা ব্যর্থ হয়। মাঝ আকাশে বিমান থেকে পড়ে যান তিনি।

আরও পড়ুন: Afganistan Crisis: তালিবান ফিরতেই কাশ্মীরে শুরু জঙ্গি তৎপরতা, সেনার পালটা মারে নিহত ২ জঙ্গি

প্রাণের ঝুঁকি নিয়ে বহু মানুষ এভাবে দেশ ছাড়তে চাইলেও শেষমেষ মৃত্যুর মুখে ঢলে পড়াই ছিল তাঁদের ভবিতব্য। মার্কিন সেনার বিমান আকাশে ওড়া মাত্রই তা থেকে পড়ে মৃত্যু হয় । সেই তালিকায় ছিলেন ১৭ বছরের আফগান ফুটবলার জাকি আনওয়ারি।

আরিয়ানার খবর অনুযায়ী, মার্কিন সেনার বোয়িং সি-১৭ বিমান থেকে পড়ে মৃত্যু হয় আনওয়ারির। জাতীয় দলের টিনএজার ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আফগানিস্তানের জেনারেল ডিরেক্টর অফ স্পোর্টস।আনোয়ারির সতীর্থরাও এই খবরে ভেঙে পড়েছেন। একজন প্রতিশ্রুতিবান ফুটবলারের এরকম মর্মান্তিক পরিণতি তারা মেনে নিতে পারছেন না।

বৃহস্পতিবার আফগানিস্তানের মহিলা ফুটবল দলের প্রাক্তন ক্যাপ্টেন খালিদা পোপাল দাবি করেন যে, তালিবান জঙ্গিদের হাত থেকে বাঁচতে আফগানিস্তানের ক্রীড়াবিদদের সোশ্যাল মিডিয়া থেকে নিজেদের পরিচয় মুছে ফেলা উচিত।

আরও পড়ুন: সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন Mouni Roy, জানেন তাঁর ব্রালেটের দাম কত জানেন?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest