‘মেরুকরণ’ উড়িয়ে এল আনন্দর পরিবারও, মাথাভাঙায় চোখে জল মমতার

বিজেপি আবার এলাকার পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা রয়েছে তৃণমূল নেত্রীর।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কথা দিয়েছিলেন। কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Sitalkuchi)। কমিশনের নিষেধাজ্ঞা থাকায় ৭২ ঘণ্টা মাথাভাঙায় যেতে পারেননি তিনি। কিন্তু সেই সময় কাটতেই বুধবার সকালে মাথাভাঙায় হাজির তৃণমূল নেত্রী। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিলেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে এদিন মমতার সঙ্গে দেখা করতে আসেন ভোটের লাইনে দুষ্কৃতীদের গুলিতে মৃত রাজবংশী আনন্দ বর্মনের (Ananda Barman) পরিবারের সদস্যরাও।

বিজেপি অবশ্য দাবি করেছিল, আনন্দর পরিবার তাঁদের কর্মী। তৃণমূলই তাঁকে খুন করেছে। তাই মমতার সঙ্গে দেখা করতে যাবেন না আনন্দর পরিবারের কেউ। কিন্তু এদিন মাথাভাঙা (Mathabhanga Firing) হাসপাতালের মাঠে মমতার সঙ্গে এসে দেখা করেন আনন্দর দাদু ও বাবা। আর সেখান থেকেই মমতা বলেন, ‘আমি কথা দিচ্ছি, আমি নিজে থেকে ওই কাণ্ডের তদন্ত করাব। দোষীরা শাস্তি পাবেই। সে তিনি যত বড় কেউ হোন না কেন। আর আনন্দ বর্মনকে কে খুন করল, তাও তদন্ত করে বের করা হবে।’

এদিন উত্তরবঙ্গে চারটি ও নদিয়াতে একটি জনসভা আছে মমতার (Mamata Banerjee)। চূড়ান্ত ব্যস্ততার মাঝেও কিন্তু মাথাভাঙা পৌঁছতে দেরি করেননি মমতা। মৃতদের পরিবারের সঙ্গে কথা বলার পর মমতা বলেন, ‘আমি আপনাদের সকলের ঘরের লোক। আমি দোষীদের ছেড়ে দেব না। শাস্তি পাবেই সবাই। এর জন্যে যতদূর যাওয়া যায়, আমি যাব। ভোট মিটে গেলে যা যা করার দরকার, করব।’ নিহত পাঁচ জনের পরিবারই সরকারি সাহায্য পাবে বলেও জানান মমতা। একইসঙ্গে বলে আসেন, ভোট মিটলেই আবার তিনি মাথাভাঙায় আসবেন।

বুধবার সকালে হুইলচেয়ারে বসেই শীতলখুচি পৌঁছন মমতা। সেখানে একটি মাঠে নিহতদের পরিবারদের সঙ্গে তাঁর সাক্ষাতের বন্দোবস্ত করা হয়েছিল। সামনের সারিতে বসেছিলেন সকলে। একে একে তাঁদের সঙ্গে কথা বলেন মমতা। কোলের শিশুকে নিয়ে মমতার কাছে এগিয়ে আসেন মনিরুলের স্ত্রী-ও। শিশুটিকে কোলে তুলে নিয়ে আদর করেন মমতা।

আরও পড়ুন: ৪ জন নয়, ৮ জনকে গুলি করে মারা উচিৎ ছিল: এবার হুমকি রাহুল সিনহার

এর পর মঞ্চে উঠে মমতা বলেন, ‘‘আজ কোনও সভা ছিল না এখানে। আমি শুধু নিহত ছেলেগুলোর পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমার সঙ্গে পাঁচটি পরিবারই দেখা করেছে। আনন্দের দাদু এবং মামাও ছিলেন। হামিদুল, শামিমুল, মইদুল, নুর আলম এবং আনন্দ বর্মণ, প্রত্যেকের পরিবারের সঙ্গেই দেখা করেছি। সবচেয়ে দুঃখ হচ্ছে যে এইটুকু টুকু ছেলেগুলো মারা গিয়েছে। এত অল্প বয়স। এক জনের তো দেখলাম স্ত্রী গর্ভবতী। এক জনের ছোট্ট শিশু। আরও একজনের বাচ্চাকে দেখলাম। তার দাদাও আগে মারা গিয়েছে। এই অবস্থা পরিবারগুলোর।’’

এদিন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার সময় হাতজোড় করে কেঁদেও ফেলেন মমতা। আর মমতার চোখে জল দেখে কান্নায় ভাসেন মৃতদের পরিবারের সদস্যরাও।  আনন্দ বর্মণ-সহ নিহত সকলেই সুবিচার পাবেন বলে জানান মমতা। তিনি বলেন, ‘‘আনন্দ বর্মণ নামের আমার যে ভাইটি মারা গিয়েছে, এবং যে সংখ্যালঘু ভাইরা মারা গিয়েছেন, তাঁদের মৃত্যুতে বিচার হওয়া দরকার। যে-ই দোষী হোক না কেন, শাস্তি পাবেই, এখন নির্বাচন চলছে। মিটে যাক। আমি নিজে সরকারের পক্ষ থেকে তদন্ত করব।’’

প্রথম বার ভোট দিতে যাওয়া ১৮ বছরের আনন্দ বর্মণের মৃত্যুর তীব্র নিন্দাও করেন মমতা। তাঁর সঙ্গে দেখা করতে আসা আনন্দের দাদু এবং মামাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিতে বলেন মমতা। আনন্দর মৃত্যু নিয়ে মমতা সে ভাবে সরব হননি বলে লাগাতার অভিযোগ তুলে আসছেন বিজেপি নেতৃত্ব। কিন্তু বুধবার  নিহত পাঁচ জনের পরিবারই সরকারি সাহায্য পাবে বলেও জানান মমতা। একই সঙ্গে জানান, নিহত সকলের জন্য শহিদ বেদি তৈরি হবে।

তবে,  তাই সকলের উদ্দেশে তাঁর আহ্বান, ‘কোনও প্ররোচনায় পা দেবেন না। বুলেটের বদলে ব্যালটে জবাব দেবেন।আমি আপনাদের ঘরের মেয়ে। আমি আপনাদের সকলের ঘরের লোক। আমি বলছি, শান্ত হয়ে সকলে মিলেমিশে থাকুন। আমি আপনাদের পাশে রয়েছি।’

আরও পড়ুন: নেপথ্যে পরকীয়া, স্বামীর আত্মহত্যার ভিডিও রেকর্ডিং করলেন স্ত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest